বার্বাডোজ়: বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর কেটে গিয়েছে প্রায় ৪৮ ঘণ্টা। এখনও রোহিত শর্মা, বিরাট কোহলিদের দেশে ফেরার বিষয়টা বিশ বাঁও জলে। হারিকেন বেরিল আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বার্বাডোজ়ের হোটেলেই আটকে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।

  


সোমবার সকালের পর থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বার্বেডোজে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। দেশে ফেরার বিমান ধরতে পারেননি রোহিতরা। ভারতীয় দলের ক্রিকেটারেরা আরও অসহায় বোধ করছেন কারণ, ঝড়ের প্রাবল্যে হোটেলবন্দি থাকতে হচ্ছে তাঁদের। হোটেলে আবার বিদ্যুৎ সংযোগ নেই। হারিকেন বেরিলের দাপটে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা বিপর্যস্ত। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ক্রিকেটারদের সঙ্গেই রয়েছেন। যাঁর আর এক পরিচয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। শোনা যাচ্ছে, জয় শাহ নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন। যাতে কোনও চার্টার্ড ফ্লাইটে ভারতীয় ক্রিকেটারদের অন্তত আমেরিকা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়। যদিও এখনই এ নিয়ে কোনও নিশ্চয়তা নেই।


ব্রিজটাউনের যে হোটেলে রোহিত, বিরাট, হার্দিক পাণ্ড্যরা আছেন, সেই হোটেলের কর্মীরা সকলেই প্রায় ছুটি নিয়ে নিয়েছেন। এইসময় রুম সার্ভিস পেতেও সমস্যা হচ্ছে ক্রিকেটারদের। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। যে কারণে সোমবার বিকেলে ভারতীয় দলের নিউ ইয়র্কের বিমান ধরার কথা থাকলেও তাঁরা হোটেলের বাইরে পা রাখতে পারেননি।


 






শোনা যাচ্ছে, বার্বাডোজ় শহর পুরো শুনশান। বাসিন্দাদের সকলকেই বাড়িতে থাকতে আবেদন করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনা ছিল, রোহিত, বিরাটরা বার্বাডোজ় থেকে নিউ ইয়র্ক পৌঁছবে এবং সেখান থেকে দেশে ফেরার বিমান ধরবে। তবে বার্বাডোজ় লণ্ডভণ্ড। ঝড়, জলের দাপটে গাছ ও ল্যাম্পপোস্ট ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ নেই। মোবাইল নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করছে না। ওয়েস্ট ইন্ডিজে সোমবার রাত থেকে হারিকেন বেরিলের প্রভাব আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।