পারথ: আর নয়দিনের অপেক্ষা। তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ় খেলতে নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ভাল পারফর্ম করা শুধু জরুরি নয়, একমাত্র উপায়ও বটে। তবে সেই সিরিজ়ের আগে ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে না না প্রশ্নচিহ্ন রয়েছে।
অজ়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে মাঠে নামার আগে টিম ইন্ডিয়া কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। এমনকী ভারত 'এ'-র বিরুদ্ধে যে আন্তঃদলীয় অনুশীলন ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার, সেই ম্যাচও বাতিল করে দেওয়া হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা দাবি করেছিলেন আন্তঃদলীয় ম্যাচ খেলার থেকে অনুশীলন করা ম্যানেজমেন্টের কাছে অধিক লাভদায়ক বলে মনে হয়। তবে এই সিদ্ধান্ত বেশ সমালোচনার সম্মুখীন হয়। তবে দলের খারাপ ফর্মের জেরে অবশেষে বিসিসিআইয়ের তরফে তিন দিনের একটি আন্তঃদলীয় ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।
তবে শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড চায় যে এই ম্যাচ সম্পূর্ণভাবে বন্ধ দরজার মধ্যেই আয়োজিত হোক এবং যাতে এই ম্যাচ কেউই দেখতে না পারে। টিম ইন্ডিয়ার তারকারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে। সেখানে অনুশীলনও করছে। তবে ম্যাচের মতো অনুশীলন ঘিরেও বেশ কড়াকড়ি রয়েছে এবং তা সাধারণ মানুষের দৃষ্টির বাইরেই রাখতে তৎপর ভারতীয় ম্যানেজমেন্ট।
পারথে ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। সেখানেই দিন দশেক চলবে অনুশীলন। ভারতীয় দল ওয়াকা স্টেডিয়ামে অনুশীলন সারছে। বাইরে থেকে যাতে অনুশীলনের কিছু দেখা না যায়, সেই কারণেই কালো কাপড়ে অনুশীলনের স্থান সংলগ্ন গ্রিল সম্পূর্ণভাবে ঢেকে ফেলা হয়েছে। গোটা মাঠেই লকডাউনের পরিস্থিতি। শুধু সাধারণ জনগণের থেকে আড়াল করাই নয়, অনুশীলনের যাতে কোনও ফুটেজ বাইরে না যায়, সেই কারণে মাঠকর্মীদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ফোনের ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।
এই প্রথম নয়, ২০২২ সালে বিশ্বকাপের সময়ও কিন্তু ছবিটা একই ছিল। অনুশীলন ম্যাচ থেকে অনুশীলন, অজ়িদের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে কিন্তু টিম ইন্ডিয়ার সবটা ঘিরেই রাখঢাক গুড় গুড়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতেই ঘটবে সম্ভাব্য অভিষেক, বুমরাকে সামলাতে বিশেষ প্রস্তুতি সারছেন ম্যাকসোয়েনি