রাজকোট: ইংল্য়ান্ডের (India vs England) বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত (Indian Cricket Team)। এই সিরিজের জন্যই সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে অক্ষর পটেলকে (Axar Patel)। আগের দুটো ম্য়াচেই দল জয় ছিনিয়ে নিয়েছে। বল হাতে কার্যকরী ভূমিকা নিলেও এখনও পর্যন্ত ব্যাট হাতে খুব একটা দেখা যায়নি। এবার রাজকোটের তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচের আগে নতুন ভূমিকায় দেখা গেল দলের অভিজ্ঞ অলরাউন্ডারকে।
বিসিসিআইয়ের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে চেন্নাই থেকে রাজকোট পর্যন্ত পুরো ট্য়ুরটিকে একটি ভ্লগের মাধ্যমে দেখাচ্ছেন অক্ষর পটেল। বিসিসিআই তাঁদের এক্স হ্যান্ডেলে ও ইনস্টাগ্রাম পেজেও সেই ক্লিপ পোস্ট করেছে। বাসে প্রত্যেক ক্রিকেটারদের সঙ্গে মজা করতে দেখা যায় অক্ষরকে। সেই তালিকায় আছেন বোলিং কোচ মর্নি মর্কেলও। চলতি সিরিজে তরুণ ক্রিকেটাররা বিশেষ করে তিলক ভার্মা, অর্শদীপ সিংহ, অভিষেক শর্মা, রবি বিষ্ণোই দুর্দান্ত পারফর্ম করেছেন। তাঁদের সঙ্গে কথা বলতে দেখ যায় ৩১ বছরের অলরাউন্ডারকে। হার্দিক পাণ্ড্য়র সঙ্গেও হাসিঠাট্টা করতে দেখা যায় অক্ষরকে। চোট পাওয়ার রিঙকুর পরিবর্ত হিসেবে দলে আসা রমনদীপ সিংহকেও স্বাগত জানান অক্ষর তাঁর ভ্লগের মাধ্যমে।
সাইড স্ট্রেনের চোটের জন্য ছিটকে গিয়েছেন নীতীশ রেড্ডি। অন্যদিকে কোমরে চোট, তাই দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে না রিঙ্কু সিংহকেও। দুজনেরই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই। দ্রুত তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন। নীতীশ রেড্ডির পরিবর্ত হিসেবে দলে ডাক দেওয়া হয়েছে শিবম দুবেকে। অন্য়দিকে রিঙ্কুর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে রমনদীপ সিংহকে।
বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ফিল্ডিং করছিলেন যখন রিঙ্কু, তখনই তিনি কোমরে চোট অনুভব করেন। বোর্ডের চিকিৎসকরা তাঁকে দেখছেন। দ্রুত সুস্থ হয়ে উঠেছেন রিঙ্কু। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে খেলতে পারবেন না রিঙ্কু সিংহ।'' রিঙ্কু প্রথম ম্য়াচে একাদশে ছিলেন। কিন্তু ব্য়াট হাতে নামার সুযোগ পাননি। তবে দুরন্ত একটি ক্যাচ লুফে নেন তিনি।