নয়াদিল্লি: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা, তারপরেই ভারতীয় দলের হয়ে ফের একবার বিরাট কোহলিকে (Virat Kohli) মাঠে নামতে দেখা যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) সেই সিরিজ়ের অপেক্ষায় রয়েছে কোহলি-অনুরাগীরা। সেই সিরিজ় শুরুর আগেই ভারতীয় মহাতারকার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে শোরগোল।

Continues below advertisement

বিরাট কোহলির ক্রিকেট ভবিষ্য়ৎ নিয়ে জোর জল্পনা। তিনি আদৌ ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন কি না, তা নিয়ে প্রবল জল্পনা-কল্পনা অব্যাহত। এরই মাঝে সোশ্য়াল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কোহলি। তিনি লিখলেন, 'কেবল হাল ছেড়ে দিলে, তখনই প্রকৃত অর্থে তুমি ব্যর্থ হও।'

 

Continues below advertisement

১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজ়েই কিন্তু বিরাট কোহলির পাশাপাশি রোহিত শর্মাও ফের একবার জাতীয় দলে ফিরছেন। এই সিরিজ়েই দুই মহাতারকাই নতুন রেকর্ডের গড়ার সামনেও দাঁড়িয়ে রয়েছেন। পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে পার্টনারশিপে সর্বাধিক রানের নিরিখে ষষ্ঠ সর্বাধিক রান করেছেন বিরাট ও রোহিত। আসন্ন সিরিজেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি জুটিকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে রো-কোর সামনে।

এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে বিরাট কোহলি ও রোহিত শর্মা পার্টনারশিপে ১৮টি শতরান ও ১৭টি অর্ধশতরান গড়েছেন। এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ২৪৬ রানের পার্টনারশিপ গড়েছেন বিরাট ও রোহিত এক ইনিংসে। এছাড়া দুজনে মিলে পার্টনারশিপে মোট ৫০৪৯ রান করেছেন। তাঁদের আগে রয়েছেন এই মুহূর্তে অ্য়াডাম গিলক্রিস্ট ও ম্য়াথু হেডেনের পার্টনারশিপ। বিরাট কোহলি ও রোহিত শর্মা পার্টনারশিপে যদি আর ৯৫ রান করেন, তাহলেই হেডেন ও গিলক্রিস্ট জুটিকে টেক্কা দেবেন। 

প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মা ৩০টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। ৫৩ গড়ে রান করেছেন তিনি। ৯০.৫৯ স্ট্রাইক রেট সহ ১,৩২৮ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তিনবারই তিনি শূন্য রানে আউট হয়েছেন। বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের থেকে বেশি ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ৫০টি ম্যাচ খেলে ৪৮ ইনিংসে ৫৪.৪৭ গড়ে এবং ৯৩.৬৯ স্ট্রাইক রেটে ২৪৫১ রান করেছেন।

এছাড়া এছাড়া বিরাট কোহলিও অজি ভূ্মিতে বেশ সফল। বিরাটের ঝুলিতে ৮টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে মাত্র দুটি শূন্য রান রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি ২৯টি ওয়ানডে খেলে ৫১ গড়ে এবং ৮৯ স্ট্রাইক রেটে ১,০৯৭ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে।