কানপুর: ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় তিনি । উত্তর প্রদেশ পুলিশের বড় পদে কর্মরত । সেই দীপ্তি শর্মার (Deepti Sharma) বাড়িতে বড়সড় চুরি হয়ে গিয়েছে । সংবাদসংস্থা আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, এই চুরির অভিযোগ তাঁরই বন্ধু আরুশি গোয়েলের বিরুদ্ধে ।                   

পুলিশে অভিযোগ দায়ের করেছেন দীপ্তির ভাই সুমিত শর্মা । দীপ্তি শর্মার বন্ধুটিও ক্রিকেটার । জুনিয়র দলে তাঁর সঙ্গে খেলেছে । এই পুরো ঘটনার বিষয়ে জানিয়েছেন ডিসিপি সোনম কুমার ।                        

সম্পূর্ণ ঘটনা কী?

দীপ্তি শর্মার বন্ধু আরুশি গোয়েল দিল্লির বাসিন্দা এবং আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশনে জুনিয়র ক্লার্ক পদে কর্মরত । আরুশি দীপ্তির সঙ্গে বন্ধুত্বের সুযোগে কয়েক খেপে ২৫ লক্ষ টাকা ধার নিয়েছিল । কিন্তু টাকা ফেরত দেওয়ার সময় আসলে আরুশি গোয়েল দীপ্তি শর্মাকে প্রতারণা করে টাকা ফেরত দিতে অস্বীকার করে বলে অভিযোগ ।                          

জানা গিয়েছে, দীপ্তি আরুশিকে তাঁর ফ্ল্যাটে আসতে নিষেধ করেছিলেন । বিদেশে যাওয়ার সময় আরুশি দীপ্তির ফ্ল্যাট থেকে জিনিসপত্র নেওয়ার কথা বলে । দীপ্তির ভাই সুমিত যখন ফ্ল্যাটে পৌঁছন, তখন তাঁর কাছে থাকা চাবি দিয়ে তালা খোলা যায়নি । এই ঘটনার পর আরুশি জানায়, সেই তালা বদলে দিয়েছে । পরে সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, আরুশি আগেও দীপ্তির অনুমতি ছাড়াই ফ্ল্যাটে এসেছিল । আরুশির উপর দীপ্তির ফ্ল্যাট থেকে আড়াই হাজার ডলার, সোনার গয়না এবং নগদ টাকা চুরি করার অভিযোগ আনা হয়েছে । উত্তরপ্রদেশ পুলিশ এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।