আমোরা: তিন মাস পিছিয়ে গেল রিঙ্কু সিংহ ও প্রিয়া সরোজের বিয়ে। কিছুদিন আগেই বাগদান সেরেছিলেন রিঙ্কু। তাঁর হবু স্ত্রী প্রিয়া সরোজের সঙ্গে আগামী নভেম্বরে বিয়ের কথা ছিল রিঙ্কুর। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে বিয়ে হবে দুজনের। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগ্দান সেরে ফেলেছেন রিঙ্কু। উত্তরপ্রদেশের স্থানীয় সংবাদপত্র ‘অমর উজালা’ সূত্রে জানা গিয়েছে, এই বছর বিয়ে হচ্ছে না তাঁদের। তার কারণ কী?
আসলে আগামী নভেম্বরে ভারতের ম্য়াচ রয়েছে। টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। আর রিঙ্কু সিংহ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের জার্সিতে খেলেন। তাই দেশের জার্সিতে খেলার জন্যই বিয়ে আপাতত পিছিয়ে দিয়েছেন রিঙ্কু।
রিঙ্কু ও প্রিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে দীর্ঘ সময় ধরেই জল্পনা কল্পনা চলছিল। প্রিয়ার বাবা তুফানি সরোজও কয়েক মাস আগে দুইজনের সম্পর্কের কথাও মেনে নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন রিঙ্কু ও সরোজ উভয়েই পরিবারের থেকে অনুমতি নিয়েছেন এবং দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। তবে তখনও গোটাটাই প্রাথমিক পর্যায়েই ছিল বলেও জানিয়েছিলেন তিনি।
ভারতীয় দলের তারকারা দিন দু'য়েক আগেই ইংল্যান্ড সফরের জন্য বিলেতের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাই রিঙ্কুর অনেক সতীর্থই দেশে না থাকায় এই বাগদান অনুষ্ঠানে আসতে পারেননি। তবে প্রিয়ার সমাজবাদী পার্টির সাংসদ, পরিচিত মুখরা উপস্থিত ছিলেন। এসেছিলেন কংগ্রেসের সাংসদ তথা বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লও।
সূত্রের খবর, আলিগড়ে রিঙ্কুর বাড়িতে নাকি উপস্থিত হয়েছিলেন তুফানি সরোজ। দুই পরিবারের মধ্যে উপহার আদানপ্রদানও হয়েছে বলে খবর। প্রিয়ার বাবা জানিয়েছিলেন, ''রিঙ্কু ও প্রিয়া দুজন দুজনকে ১ বছরের বেশি সময় ধরে চেনে। তাঁরা একে অপরকে পছন্দও করেন। দুই পরিবারের আলোচনা চলছে। তাঁরাও বিয়ের বিষয়ে মোটামুটি সহমত।''
সমাজবাদী পার্টির মছলিশহরের সাংসদ প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন। বর্তমানে তুফানি বিধায়ক। প্রিয়ার কিন্তু রাজনৈতিক পরিচয় বাদেও আরেকটি পরিচয় রয়েছে। তিনি আইনজীবী। সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবলি ইনস্টিটিউট থেকে নিজের স্কুল সেরেছেন প্রিয়া। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন প্রিয়া। তবে শেষমেশ বাবার মতো রাজনীতিকেই বেছে নেন বছর ২৬-র প্রিয়া।