আলিগড়: ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন। রঞ্জিতে উত্তরপ্রদেশের হয়ে খেলতে নেমে তামিলনাড়ুর বিরুদ্ধে ঝোড়ো ১৭৬ রানের ইনিংস খেলছিলেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। কিছুদিন আগেই বাগদানও সেরেছেন বাঁহাতি তারকা ব্যাটার। হবু স্ত্রী সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। তাঁর জন্মদিনটি বিশেষভাবে সেলিব্রেট করলেন রিঙ্কু। নিজের ইনস্টাগ্রাম পোস্টে রিঙ্কু স্ত্রী-কে শুভেচ্ছা জানালেন তারকা বাঁহাতি ব্যাটার।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনটি ছবি পোস্ট করেছেন রিঙ্কু। তার মধ্য়ে একটি ছবিতে দেখা যাচ্ছে কেক সামনে ও পেছনে হরেক রংয়ের বেলুন। সেখানে লেখা হ্যাপি বার্থ-ডে। রিঙ্কু লিখেছেন, ''তাঁর দিন, আমার গোটা পৃথিবী। শুভ জন্মদিন প্রিয়া সরোজ''
উল্লেখ্য, ন'বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল রিঙ্কু সিংহের। সব মিলিয়ে ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে সাড়ে তিন হাজারের বেশি রান করেছেন। ৯টি সেঞ্চুরি সহ ৫৯.০৭ ব্যাটিং গড়ে রান করেছেন। পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, লাল বলের ক্রিকেটে সমান দক্ষতা রয়েছে রিঙ্কুর। যদিও বাঁহাতি এই ক্রিকেটারকে 'টি-২০ স্পেশালিস্ট' হিসাবেই ভাবা হয়। টেস্ট দলে কখনওই রিঙ্কুর কথা ভাবা হয়নি।
কোয়েম্বাতোরে প্রথমে ব্যাট করে ৪৫৫ রানের বড় স্কোর তোলে তামিলনাড়ু। জবাবে ব্যাট করতে নেমে ১৯১ রানে ৫ উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে যায় উত্তরপ্রদেশ। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন রিঙ্কু। চাপের মুখে যেন নিজের সেরাটা বেরিয়ে আসে। শেষ পর্যন্ত ২৪৭ বলে ১৭৬ করে আউট হন তিনি। ১৭টি চার এবং ৬টি বিশাল ছক্কায় সাজানো তাঁর ইনিংস। এটাই তাঁর প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস।
ভারতের টেস্টে কখনও সুযোগ পাননি। ভারত 'এ' দলের হয়েও লাল বলের ক্রিকেটে সুযোগ পান না। তবে তিনি যে লাল বলের ক্রিকেটেও ঝড় তুলতে পারেন, সেই প্রমাণ দিলেন রিঙ্কু। তাঁর ইনিংসে ভর করে উত্তরপ্রদেশ ৫ রানের লিড নিয়ে ৪৬০ রান তোলে। দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুর রান যখন ২ উইকেটে ১০৩, খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় ৩ পয়েন্ট পায় উত্তর প্রদেশ।