সিডনি: অস্ট্রেলিয়ার মাটিতে চূড়ান্ত অপমানিত হতে হল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাওস্করকে। সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার হিসেবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় দায়িত্ব সামলাচ্ছেন লিটল মাস্টার। ভারত বনাম অস্ট্রেলিয়া যে সিরিজটির জন্য লড়াই করল গত কয়েক সপ্তাহ ধরে তা সুনীল গাওস্কর ও অ্য়ালান বর্ডারের নামেই নামাঙ্কিত। যেই ট্রফি এবার জিতে নিয়েছে অজি শিবির। পুরষ্কার বিতরণী মঞ্চে অ্য়ালান বর্ডারের হাত থেকে ট্রফি তুলে নিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সময় মঞ্চে ছিলেন না গাওস্কর।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই উপস্থিত ছিলেন গাওস্কর। কিন্তু তবুও তাঁকে মঞ্চে ডাকার প্রয়োজনই মনে করল না আয়োজকরা। যা নিয়ে বেশ হতাশা ঝড়ে পড়েছে গাওস্করের গলায়। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, ''ফল যাই হোক না কেন, ট্রফি দেওয়ার সময় মঞ্চে থাকলে বেশ ভাল লাগত। আমি অত্যন্ত খুশি হতাম। এটা বর্ডার গাওস্কর ট্রফি। এই ট্রফিটা, এই সিরিজের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে প্রত্যেক ভারতীয় ও প্রত্যেক অস্ট্রেলিয় ক্রিকেটার ও সমর্থকের। আমি এটুকুই বলতে চাই যে মাঠে ছিলাম। কিন্তু মঞ্চে যাওয়ার সুযোগ পেলাম না।''
কিন্তু কেন তাঁর নামাঙ্কিত ট্রফি তুলে দেওয়ার মঞ্চে তাঁকেই উপেক্ষিত হতে হল? গাওস্কর বলছেন, ''অস্ট্রেলিয়া জিতেছে এবার বর্ডার গাওস্কর ট্রফি। কিন্তু সেটা তো কোনও ইস্যুই নয়। ওরা ভাল খেলেছে, তাই জিতেছে। আমি শুধু ভারতীয় বলেই ওদের হাতে ট্রফি তুলে দেওয়ার সুযোগ হারালাম।''
যদিও আয়োজকদের তরফে আগেই জানানো হয়েছিল যে অস্ট্রেলিয়া জিতলে গাওস্করকে ডাকা হবে না মঞ্চে। আবার ভারত সিরিজ জিতলেও বর্ডারকে ডাকা হত না। সেক্ষেত্রে সিরিজ ড্র করলে দুই কিংবদন্তিই মঞ্চে উপস্থিত থাকতেন। তবে লিটল মাস্টার বলছেন, ''আমি খুব খুশি হতাম যদি আমার পুরনো বন্ধু অ্য়ালান বর্ডারের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে পারতাম।''
এদিকে, ভারতের সিরিজ হারের পর দলের কোচিং স্টাফদের নিয়েও প্রশ্ন তুলেছেন গাওস্কর। তিনি বলেন, ''আমরা বলছি বিরাট, রোহিতরা আর কতদিন খেলবে। আমি তো প্রশ্ন করব যে কোচিং স্টাফদের যোগ্যতা নিয়েও। ওরা কী করছে দলের সঙ্গে? শুধু থ্রো ডাউন করে গেলেই হবে নাকি! ব্যাটিংয়ে এত বাজে পরিস্থিতি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে অল আঠট হয়ে গিয়েছিল দল। কোনও উন্নতির লক্ষ্মণই দেখা গেল না অজি সিরিজেও।''