কলকাতা: মেয়ের জন্মদিন। কলকাতায় চলছে সেলিব্রেশন। আর তিনি রয়েছেন বেঙ্গালুরুতে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে তাঁর মাঠে ফেরার লড়াই। ইচ্ছে থাকলেও বার্থ ডে গার্লের কাছে এসে উদযাপন করার সুযোগ নেই। কারণ, মেয়ে রয়েছে স্ত্রীর কাছে। আর স্ত্রীর সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে তলানিতে। আদালতে চলছে বিবাহ বিচ্ছেদের মামলা।


মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় দলের (Team India) ক্রিকেটারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে স্ত্রী হাসিন জাহানের (Haseen Jahan)। তাঁদের একমাত্র কন্যাসন্তান আইরার জন্মদিন ছিল ১৭ জুলাই, বুধবার। সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মদিনের একাধিক ছবি, রিল, ভিডিও পোস্ট করেছেন হাসিন। যা দেখে বোঝা যাচ্ছে, মেয়ের জন্মদিন উদযাপনে ফাঁক রাখছেন না।


তবু মন খারাপ শামির। মেয়ে তাঁর সঙ্গে থাকে না। পুরো বিষয়টি নিয়েই আইনি প্রক্রিয়া চলছে। কিন্তু তাই বলে বাবার মন শান্ত থাকে কী করে, বিশেষ করে দিনটি যদি সন্তানের জন্মদিন হয়!


শামি তাই সোশ্যাল মিডিয়ায় আইরার এক ঝাঁক ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। দূর থেকেই। শামি লিখেছেন, 'আমার ছোট্ট রাজকন্যাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার বছরটা ভালবাসা, সাফল্য ও আনন্দে ভরে উঠুক।'


শামির সেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রায় ৫ লক্ষ মানুষ লাইক করেছেন ইনস্টাগ্রামে। জাতীয় দলের প্রাক্তন পেসার মুনাফ পটেল শুভেচ্ছা জানিয়েছেন আইরাকে। শামির ভাই মহম্মদ কাইফ, যিনি এখন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন, কমেন্ট সেকশনে লিখেছেন, 'বেবো (আইরার ডাকনাম), তোকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।'


 






বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেই শামির উত্থান। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর হাসিনের সঙ্গে প্রেম, বিয়ে। কিন্তু শামির বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছিলেন হাসিন। তারপর থেকে দু'পক্ষই একে অন্যের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। শামি কলকাতার পাট কার্যত মিটিয়েছেন। উত্তরপ্রদেশের আমরোহায় নিজের গ্রামেই ফার্ম হাউস করেছেন। ভারতীয় দলের সঙ্গে না থাকলে সেখানেই সময় কাটান। আর হাসিন রয়েছেন কলকাতায়। শহরের দক্ষিণ প্রান্তে শামির বাড়িতেই তিনি মেয়েকে নিয়ে থাকেন।


আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।