নয়াদিল্লি: জুন মাসেই ছোটবেলার বান্ধবী বনসিকার সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। এবার সূত্রের খবর, বিয়ের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই বোর্ডের কাছে ছুটি চেয়েছেন কুলদীপ যাদব। ভারতীয় দলের তারকা স্পিনার চলতি নভেম্বর মাসের শেষের দিকেই হয়ত বিয়ের পিঁড়িতে বসবেন। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে হয়ত কুলদীপকে পাওয়া যাবে না।

Continues below advertisement

টাইমস অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, ম্য়ানেজমেন্ট এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নিলেও তারা দেখবে যে কুলদীপের প্রয়োজনীয়তা কতটুকু। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে। নাম প্রকাশেঅনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''কুলদীপের এই মাসের শেষের দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে। টিম ম্য়ানেজমেন্ট খতিয়ে দেখছে যে ওকে কখন, কীভাবে প্রয়োজন পড়তে পারে। এরপরই কতদিনের ছুটি, তা জানিয়ে দেওয়া হতে পারে কুলদীপকে।'' 

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। তবে সেই ম্য়াচে কুলদীপের খেলার সম্ভাবনা কম। চলতি বছরই লখনউতে তাঁর শৈশবের বন্ধু বংশিকার সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন কুলদীপ যাদব। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বংশিকা LIC-তে কর্মরত।

Continues below advertisement

সোশ্য়াল মিডিয়ায় খুব একটা পরিচিত মুখ নন বংশিকা। নিজেকে দূরে রাখেন। তবে তাঁর সম্পত্তি কিন্তু বেশ মোটা অঙ্কেরই। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রায় ৪০-৫০ লক্ষ টাকা সম্পত্তির পরিমাণ কুলদীপের স্ত্রীর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও নিজের ছাপ রেখেছেন কুলদীপ সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়ার সঙ্গে রিঙ্কু সিংহের বিয়ে পাকা হয়ে গিয়েছেপ্রিয়াকে নিয়েই কুলদীপের বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রিঙ্কু। হবু দম্পতির সঙ্গে ছবির জন্য পোজও দেন রিঙ্কুপ্রিয়া।

হার ভারতের

 নিজেদের সেই ঘূর্ণির স্ট্র্যাটেজিতে নিজেরাই কুপোকাত হল ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে অল আউট হয়ে গেল। ইডেনে মাত্র আড়াই দিনে শেষ হয়ে গেল টেস্ট ম্যাচ। ৩০ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল ভারত। সেই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়াগুয়াহাটিতে শেষ টেস্টে জিতলে সিরিজ বাঁচানো যাবে। তবে সিরিজ জয় আর কোনও মতেই সম্ভব নয়। দ্বিতীয় দিনের ৯৩/৭ স্কোর নিয়ে খেলা শুরু করে রবিবার আরও ৬০ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে, তেম্বা বাভুমার অসাধারণ ব্যাটিংম্যাচের একমাত্র হাফসেঞ্চুরিটি দক্ষিণ আফ্রিকা অধিনায়কের। টেস্টে যাঁর ব্যাটিং গড় সাঁইত্রিশের আশেপাশে। কিন্তু অধিনায়ক হিসাবে আরও অনবদ্য রেকর্ড। ব্যাটিং গড় একান্নরও বেশিঅধিনায়ক হিসাবে কোনও দিন টেস্ট হারেননি তেম্বাইডেনেও তিনি নায়কদ্বিতীয় ইনিংসে প্রবল চাপের মুখে তাঁর অপরাজিত ৫৫ রানের ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৫৩ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ভারতের লক্ষ্যমাত্রা ছিল ১২৪। যা করতে নেমে ৯৩ এ শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস