নিউ ইয়র্ক: আইপিএলের (Tata IPL 2024) ব্যাট হাতে প্রচুর রান করেছেন। অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন। ৭৪১ রান গত আইপএলে করেছিলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) মাঠে নামার আগে আরও এক পুরস্কার জিতলেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার আইসিসির (ICC) তরফে। ২০২৩ সালে ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন তিনি। তাই আইসিসির ওয়ান ডে প্লেয়ার অফ দ্য ইয়ার অ্য়াওয়ার্ড পুরস্কার পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এছাড়াও ২০২৩ সালের ওয়ান ডে টিম অফ দ্য ইয়ার যে হয়েছে, সেখানেও জায়গা করে নিয়েছেন বিরাট।   


৩৫ বছরের ডানহাতি এই তারকা ব্যাটার গত বছর মোট ২৭টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। সেখানে তিনি মোট ১৩৭৭ রান করেছেন। গড় ছিল মোট ৭২-এর ওপর। ২৪ ইনিংসে ব্যাট করতে নেমে মোট ৬টি সেঞ্চুরি ও আটটি অর্ধশতরান হাঁকিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৬৬। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারত এশিয়া কাপ জিতেছিল। সেই টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন কোহলি। ওয়ান ডে বিশ্বকাপেও সর্বাধিক রান সংগ্রাহকের কৃতিত্ব অর্জন করেছিলেন কিং কোহলি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রান এক মরশুমে হাঁকানোর নজির গড়েন বিরাট। ১১ ম্য়াচে ৭৬৫ রান করেছেন বিরাট। ৯৫.৬২ গড়ে ব্যাটিং করেছেন। তিনটি সেঞ্চুরি করেছেন কোহলি। রয়েছে ছয়টি অর্ধশতরান। ব্যক্তিগত সর্বোচ্চ ১১৭।


 






আইসিসির তরফে একটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিরাট পুরস্কার হিসেবে আইসিসির একটি ট্রফি হাতে নিয়ে ফটোসেশন করছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বিরাটের কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে। আইপিএলে যেই ফর্মে ব্যাটিং করেছেন, সেই হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললে ভারতীয় দলের জন্য খুবই ভাল খবর। কারণ ব্যাটিং অর্ডারে বিরাটের উপস্থিতি ভীষণ গুরুত্বপূর্ণ। রোহিতের সঙ্গে তিনিই হয়ত ওপেনিংয়ে নামবেন টুর্নামেন্টে। গতকাল অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে খেলতে নামেননি বিরাট। 


আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচ ভারতের। অন্যদিকে ৯ তারিখ ভারত-পাকিস্তান ডুয়েল রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে।