মুম্বই: চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন মহম্মদ শামি। এরপর থেকে চোট আঘাতের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ১৫ উইকেট তুলে নিয়েছেন। কিন্তু এরপরও অস্ট্রেলিয়ার সফরে কুড়ির ফর্ম্য়াট ও ওয়ান ডে ফর্ম্য়াট কোনওটাতেই সুযোগ পাননি। এমনকী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে টেস্ট সিরিজ রয়েছে তার জন্য ঘোষিত ভারতীয় দলেও সুযোগ পেলেন না বাংলার জার্সিতে খেলা তারকা পেসার। বিসিসিআইয়ের নির্বাচন কমিটির দিকে আঙুল তুললেন শামির কোচ।

Continues below advertisement

তারকা পেসারের কোচ মহম্মদ বাদরুদ্দিন বলছেন, ''এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে শামিকে উপেক্ষা করা হচ্ছে ক্রমাগত। আমার অন্য কোনও কারণ তো মনেই হচ্ছে না। শামি একেবারেই আনফিট নয় এখন। রঞ্জিতে ১৫ উইকেট তুলে নিয়েছিল ২ ম্য়াচে। তাহলে কীভাবে আনফিট হবে ও। নির্বাচকরা ওকে বারবার উপেক্ষা করছে। এর কারণ ওরাই বলতে পারবে।''

বদরুদ্দিন আরও মনে করেন যে আজিত আগরকর ও তাঁর কমিটি শামিকে না নেওয়ার জন্যই ভেবেছে। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার পরও কেন বারবার উপেক্ষিত হতে হচ্ছে, তার কোনও উত্তর আমার কাছে নেই। শামির কোচ বলেন, ''আমার মনে হয় রঞ্জি ট্রফি মরশুমের আগেই নির্বাচকরা ভেবেই নিয়েছিল যে শামিকে দলে রাখা হবে না। যদি টেস্ট ফর্ম্য়াটে নির্বাচন কুড়ির ফর্ম্য়াটে পারফরম্য়ান্সের ভিত্তিতে হয়, তাহলে তা কিন্তু খুবই ভুল। নিজের জায়গা পাকা করার জন্য সবকিছু করেছে শামি।'' উল্লেখ্য়, রঞ্জিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন, গুজরাতের বিরুদ্ধে ৮ উইকেট নিয়েছিলেন। 

Continues below advertisement

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে শামি ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অঙ্গ। সব ফর্ম্য়াট মিলিয়ে প্রায় ২০০-র মত ম্য়াচ খেলেছেন শামি। টেস্ট ফর্ম্য়াটে ২৩০ টি উইকেট এখনও পর্যন্ত নিয়েছেন তারকা পেসার। ওয়ান ডে ফর্ম্য়াটে ১৩০ উইকেট ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২৫ উইকেট ঝুলিতে পুরেছেন বাংলার পেসার। 

ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্য়াচ

জল্পনা ছিলই। পরের বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ইডেনে যে ম্যাচ পড়বে, সেই সম্ভাবনা ছিলই। তাতেই সিলমোহর পড়ল। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজিত হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। ভারতের কোন কোন শহরে হবে খেলা? আইসিসি যে ভেন্যুগুলিকে বেছেছে, সেখানে রয়েছে আমদাবাদ, নয়াদিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বই। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার তিন শহরে হবে কিছু ম্যাচ। যার মধ্যে দুটি শহর সম্ভবত কলম্বো ও ক্যান্ডি