নয়াদিল্লি: প্রায় ১৫ বছর পর ফের বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025) খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। ২০১০ সালে শেষবার দিল্লির হয়ে বিজয় হাজারেতে খেলেছিলেন কোহলি। এরপর ফের একবার তাঁকে দেখা যাবে আসন্ন টুর্নামেন্টে। নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে অন্য়তম তারকা ব্যাটারের উপস্থিতি এবারের টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়িয়ে দেবে। যেহেতু এই মুহূর্তে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই খেলেন কোহলি। আর যেহেতু বোর্ডের কড়া বার্তা রয়েছে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার জন্য। তাই বিরাট কোহলিকেও দেখা যাবে এই ঘরোয়া টুর্নামেন্টে খেলতে। কিন্তু আপনি কি জানেন যে বিজয় হাজারেতে প্রত্যেক ম্য়াচ খেলার জন্য় কত টাকা করে পাবেন বিরাট?
বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটের যে পরিকাঠামো তাতে ম্য়াচ ফি পুরোটাই অভিজ্ঞতার ওপর নির্ভর করে। একটি প্লেয়ার যে লিস্ট এ ক্রিকেটে ২০ বা তার কম ম্য়াচ খেলেছেন, তিনি ৪০ হাজার টাকা করে পাবেন। ২১ থেকে ৪০টি লিস্ট এ ম্য়াচ খেলার অভিজ্ঞতা যাঁদের, তাঁরা পাবেন ৫০ হাজার করে। আর ৪১ লিস্ট এ ম্য়াচ বা তার বেশি যারা খেলেছেন, তাঁরা পাবেন প্রত্যেক ম্য়াচে ৬০ হাজার করে।
বিরাট তাঁর কেরিয়ারে লিস্ট এ ম্য়াচ খেলেছেন ৩০০-র বেশি। সেক্ষেত্রে ৬০ হাজার টাকা করে প্রত্যেক ম্য়াচের জন্য পাবেন বিরাট কোহলি। দিল্লি সাতটি লিগ ম্য়াচ খেলবে মুস্তাক আলিতে। তার মধ্যে তিনটি ম্য়াচে খেলতে পারেন বিরাট। সেগুলো হল ২৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের সঙ্গে, ২৬ ডিসেম্বর গুজরাতের সঙ্গে, ৬ জানুয়ারি রেলওয়েজের সঙ্গে।
বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ ডি-তে রয়েছে দিল্লি। একই গ্রুপে রয়েছে হরিয়ানা, গুজরাত, সৌরাষ্ট্র ও সার্ভিসেস, ওড়িশা, রেলওয়েজ, অন্ধ্র প্রদেশ। লিগ পর্বের ম্য়াচ শেষ হবে আগামী ১১ জানুয়ারি। ১২ জানুয়ারি থেকে শুরু হবে নক আউটের লড়াই। বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলির রেকর্ড সত্যিই ঈর্ষণিীয়। ২০০৮-২০১০ সময় পর্যন্ত মোট ১২ ম্য়াচে মোট ৭৬৩ রান করেন। ৬৯.৩৩ গড়ে চারটি সেঞ্চুরি ও দুটো অর্ধশতরান হাঁকিয়েছেন।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম দুটো ম্য়াচে খেলে শতরান হাঁকিয়েছেন কিং কোহলি। প্রথম ম্য়াচে তো ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন। ওয়ান ডে ফর্ম্য়াটে নিজের ৫৩ তম শতরান হাঁকিয়ে ফেলেছেন বিরাট।