মুম্বই: স্বপ্নের ফর্মে রয়েছেন। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। একমাত্র ব্যাটার হিসেবে তিনশো বা তার বেশি রান ঝুলিতে পুরেছিলেন। ফাইনাল ম্য়াচে রান না পেলেও সব ম্য়াচেই প্রায় পাওয়ার প্লে-তে ঝড় তুলেছেন। কুড়ির ফর্ম্য়াটে বিশ্বের ১ নম্বর ব্যাটার এবার নতুন রেকর্ড গড়লেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই রেকর্ড আর কারও নেই। 

Continues below advertisement

কুড়ির ফর্ম্য়াটে সর্বাধিক রেটিং পয়েন্টের মালিক হলেন বাঁহাতি তরুণ ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্য়াচে অর্ধশতরান করেছিলেন। নতুন যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে অভিষেকের রেটিম ৯৩১। এই ফর্ম্য়াটে সর্বাধিক রেটিংয়ের মালিক এতদিন ছিলেন ইংল্যান্ডের ডেভিড মালান। তিনি ২০২০ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তাঁকে টেক্কা দিলেন অভিষেক। ভারতীয়দের মধ্যে সর্বাধিক রেটিং এতদিন ছিল ৯২৬। যা বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব অর্জন করেছিলেন। 

গত বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় অভিষেক শর্মার। কিন্তু গত এক বছরেই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন কুড়ির ফর্ম্য়াটে। এখনও পর্য়ন্ত ওয়ান ডে খেলার সুযোগ হয়নি। তবে সামনে অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ান ডে সিরিজে ডাকা হতে পারে এই পঞ্জাব তনয়কে।

Continues below advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রমতালিকায় প্রথম স্থানে রয়েছেন এখন অভিষেক শর্মা। তার থেকে ৮২ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্ট। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের তিলক বর্মা। এশিয়া কাপে তিলকের ব্যাটও জ্বলে উঠেছে মাঝে মাঝেই। ফাইনালে তাঁর অর্ধশতরানেই জয় নিশ্চিত করে ভারত। ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অভিষেক।

এশিয়া কাপের সেই ট্রফি কোথায়? ভারত কি আদৌ পাবে সেই ট্রফি?

ফাইনালের পর তিনদিন কেটে গেলেও ট্রফি এখনও ভারতীয় দলের হাতে আসেনি । এসিসি প্রধান মহসিন নকভি ট্রফি নিজের সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন । বলা হয়, তিনি শুধু ক্রীড়া প্রশাসক নন, পাকিস্তানের রাজনীতিক ও কূটনীতিবিদও । পাকিস্তানের মন্ত্রিসভার সদস্যও নকভিপহেলগাঁও জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতিতে কোনও পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি নেবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারতীয় দল। ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার দুবাইয়ে এশীয় ক্রিকেট কাউন্সিলের একটি বৈঠক হয় । সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল ট্রফি দেওয়ার কথা বলেন বলেই খবর । যদিও নকভি সেই দাবি উড়িয়ে দিয়েছেন । বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি ট্রফিটি সংগ্রহ করতে পারেন । পাশাপাশি বৈঠকের আলোচ্যসূচি ট্রফি হস্তান্তর নয় বলেও জানান নকভি