দুবাই: ২০২৫-২০২৯ সাল পর্যন্ত মহিলা ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম ঘোষণা করল আইসিসি। এই সময়কালের মধ্যে ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘরের মাঠে ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ আয়োজন করবে। এছাড়াও এই সময়ের মধ্যে ভারত দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড সফরেও খেলতে যাবে।
আইসিসির তরফে জানানো হয়েছে যে প্রতি বছরই আইসিসি মহিলা ইভেন্ট আয়োজিত হবে। ২০২৫ সালে অর্থাৎ আগামী বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা হরমনপ্রীতদের। ৬ দল নিয়ে ২০২৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে। এর আগের বছর আমেরিকায় মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। ২০২৮ সালেও এই টুর্নামেন্ট হবে।
প্রতি বছর একটি আইসিসি মহিলা ইভেন্ট অনুষ্ঠিত হবে, যার মধ্যে ২০২৭ সালে প্রথম ছয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন থাকবে। ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে যুক্তরাজ্যে হবে মহিলা টি২০ বিশ্বকাপ এবং ২০২৮ সালে আরেকটি মহিলা টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তবে হোস্ট এখনো ঘোষণা করা হয়নি।
আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১১টি দল এবার খেলতে নামবে। নবতম সংযোজন হয়েছে জিম্বাবোয়ে। প্রথমবার এই দলটি খেলতে নামবে। মোট ৪৪টি সিরিজে ১৩২টি ওয়ান ডে ম্য়াচ খেলা হবে।
এদিকে, কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে জঘন্য পারফরম্য়ান্সের পর ভারতীয় পুরুষ দলের ২ সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। অনেকেই টেস্ট ফর্ম্য়াট থেকে তাঁদের অবসরের দাবি তুলেছেন। বোর্ড সূত্র জানিয়েছে, ''লাল বলের ফর্ম্য়াটে ঘরোয়া মরশুম শুরু সময়ই বাের্ড ভাবনা চিন্তা করেছিল যে যাতে ম্য়াচ প্র্যাক্টিসে কোনও অভাব না হয়, তার জন্যই প্রত্যেকে যে দলীপ ট্রফিতে অন্তত একটি করে ম্য়াচ খেলেন। কথা ছিল সেখানে রোহিত, বিরাটরাও খেলবেন। কিন্তু শেষ মুহূর্তে সিনিয়র প্লেয়াররা নাম তুলে নেয়। ওই পরিস্থিতিতেই বাংলাদেশের বিরুদ্ধে দুটো ম্য়াচের টেস্ট সিরিজে খেলতে নেমেছিল সবাই। সেখানেও বিরাট ও রোহিতের আহামরি কিছু পারফরম্য়ান্স ছিল না। এরপর কিউয়িদের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজে তো একেবারে কঙ্কালশার ছবিটা পরিষ্কার হয়ে যায়। সূত্রের খবর, জাডেজা বাদে বাকি সিনিয়রদের মধ্যে রোহিত, বিরাট, অশ্বিন, বুমরারা কেউ দলীপ ট্রফিতে খেলতে চাননি। এরপরই জাডেজাকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।