মুম্বই: একটা টেস্ট সিরিজ হার হাজারো প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। এই পরিস্থিতিতে বর্ডার-গাওস্কর ট্রফিতেও ভারতীয় দলের পারফরম্য়ান্স আদৌ কেমন হবে, তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। ১২ বছর পর টেস্ট সিরিজ হেরেছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে কিংবদন্তি সুনীল গাওস্কর মনে করেন ভারতীয় টেস্ট দলে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে।


ভারতীয় দলে রাহানে, পূজারার মত প্লেয়ারের অভাবই যে সমস্যা তৈরি করেছে তা মনে করছেন গাওস্কর। ২০২৩ সালের জুলাই মাসে শেষবার রাহানে খেলেছিলেন ভারতীয় টেস্ট দলে। অন্যদিকে পূজারা ভারতী টেস্ট দলের হয়ে শেষবার খেলেছিলেন গত বছর জুন মাসে। স্পোর্টসস্টারে এক কলামে গাওস্কর লিখেছিলেন, ''এটা একমাত্র কারণ মাইন্ডসেট। এখানে লাল বলের ফর্ম্য়াটে চার পাঁচটা বল ডট খেলার পরই কেউ বড় শট খেলতে হচ্ছে। সবাই মোমেন্টাম বদল করতে চাইছিল। আর তার সঙ্গে সঙ্গেই নিজেদের উইকেটটা হারাতে হয়েছে ব্যাটারদের। সাদা বলের ক্ষেত্রে এই ধরনের মনোভাব কাজে দেয়। সেখানে বল অত বেশি স্য়ুইং করে না, অত বেশি স্পিনও করে না। কিন্তু লাল বলের ক্ষেত্রে এই মনোভাব নিয়ে ব্যাটিং করা ভয়ঙ্কর। বিশেষ করে যাঁরা সবেমাত্র ব্যাটিং করতে এসেই যদি ওইধরণের শট খেলে।''


শেষবার যখন ভারত বর্ডার-গাওস্কর ট্রফিতে জয় ছিনিয়ে নিয়েছিল, সেবার ভারতের অধিনায়ক ছিলেন রাহানে। দলের সিরিজ জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন চেতেশ্বর পূজারাও। কিন্তু খারাপ পারফরম্য়ান্সের জন্য এই মুহূর্তে জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে ২ তারকা ব্যাটারই। যা পরিস্থিতি ভারতীয় দলে ফের সুযোগ পাওয়ার রাস্তাও মোটামুটি বন্ধই ৩৬ পেরনোর দুজনের কাছে। এই পরিস্থিতিতে কারা হতে পারেন এই দুজনের বিকল্প? প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক ২ জন তরুণ ক্রিকেটারকে বেছে নিয়েছেন। 


এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ''শুভমন গিল ও সরফরাজ খান। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ব্যাটারই দারুণ পারফর্ম করেছেন। এমনকী বছরের শুরুতেও ভাল পারফর্ম করেছেন। আমি নিশ্চিত অস্ট্রেলিয়া সফরের জন্য দুজনেই খেলার জন্য তৈরি। নিজেদের সেরা পারফর্ম করতে তৈরি। আমি নিশ্চিত ওঁরা দুজনে অজিঙ্ক ও পূজারার বিকল্প হতে পারে। দুই অভিজ্ঞ ক্রিকেটারের জায়গা পূরণ করা সহজ কাজ নয়। কিন্তু ওদের মধ্যে সেই ক্ষমতা আছে।''