কুয়ালালামপুর: ফের বাংলাদেশ বধ (IND vs BAN)। এবার ফাইনালের মঞ্চে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে টি-টোয়েন্টিতে (U19 Womens Asia Cup T20) জয় ছিনিয়ে নিল ভারতের মহিলা ক্রিকেট দল। ছেলেরা পারেননি। কিন্তু মেয়েরা করে দেখালেন। বাংলাদেশকে ফাইনালে হারিয়ে উদ্বোধনী টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন দল হল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দলের হয়ে ব্যাট হাতে ৫২ রানের দুরন্ত ইনিংস খেললেন জি তৃষা। এছাড়াও ভারতের স্পিনাররা তুলে নিলেন প্রতিপক্ষের ৭ উইকেট। ৪১ রানে বাংলাদেশকে হারিয়ে দিল ভারত।
২০২৩ সালে আয়োজিত অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপেও ভারতীয় দলের সদস্য ছিলেন তৃষা। দক্ষিণ আফ্রিকায় হয়েছিল সেই টুর্নামেন্ট। ভারত চ্যাম্পিয়নও হয়েছিল সেই ম্য়াচে। এদিনের ম্য়াচে তৃষা একাই পাঁচটি বাউন্ডারি হাঁকান ও দুটো ছক্কা হাঁকান। তাঁর ৪৭ বলের ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল বোর্ডে ১১৭/৭ তুলে নেয়।
বাংলাদেশ রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। ভারতের আয়ূশী শুক্লা ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারিও তিনিই। এছাড়াও পূর্ণিকা সিসোদিয়া ও সোনম যাদবও বল হাতে ভেল্কি দেখালেন। শেষ পর্যন্ত ১৮.৩ ওবারে ৭৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল।
এদিন ব্যাট হাতে তৃষা প্রথমে জুটি বাঁধেন নিকি প্রসাদের সঙ্গে। তাঁরা দুজনে বোর্ডে ৪১ রান যোগ করেন। এরপর ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন মিথিলা বিনোদ। বাংলাদেশের বোলারদের মধ্যে ফারজানা এসমিন ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। কিন্তু তা কোনও কাজে আসেনি।
রান তাড়া করতে নেমে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ৬৪/৫। সেখান থেকেও তাঁদের জয়ের সুযোগ ছিল। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে শেষে ৭৬ রানেই অল আউট হয়ে যায় দল। ফাইনালের ম্য়াচের সেরা ও সিরিজ সেরা হয়েছেন জি তৃষা। আগামী মাসে মালয়েশিয়ায় শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। যার আগে এই খেতাব আত্মবিশ্বাস বাড়াবে দলের।