মেলবোর্ন: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) চতুর্থ টেস্টের আগে ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা। নেটে অনুশীলনের সময় চোট পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়কের চোট কতটা গুরুতর তা এখনও বোঝা যাচ্ছে না। তবে বেশ সমস্যায় পড়তে হচ্ছিল রোহিতকে। চোখে মুখে ছিল যন্ত্রণার ছাপ।
ব্যাটিং করার সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। বরফ বেঁধে বসে বিশ্রাম নিতে দেখা গিয়েছে এরপর রোহিতকে। ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিষ্ট হিসেবে কাজ করছেন বাংলার দয়ানন্দ গরানী। তাঁর ছোড়া বলেই ব্যাটিং অনুশীলন করছিলেন হিটম্যান। কিন্তু একটি বল আচমকা মিস করে যান রোহিত। বল এসে লাগে বাঁ হাঁটুতে। এরপর কয়েকটি বল খেলার পরই অস্বস্তি অনুভব করতে থাকেন ভারত অধিনায়ক। তাঁকে পরে আর নেটে নামতে দেখা যায়নি। এখনও পর্যন্ত চারদিন বাকি রয়েছে মেলবোর্ন টেস্ট শুরু হতে। এই পরিস্থিতিতে টিম ম্য়ানেজমেন্টের কাছে সুযোগ থাকছে আরও কিছুদিন অপেক্ষা করার। সেক্ষেত্রে রোহিতের কাছেও সময় থাকছে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার। যদি একান্তই রোহিত না খেলতে পারেন তবে কিন্তু বুমরার নেতৃত্বেই ফের মাঠে নামবে ভারত। অন্যদিকে বাংলার তরুণ ওপেনার অভিমন্যু ঈশ্বরণের জন্য খুলে যেতে পারে জাতীয় দলের দরজা।
পরে অবশ্য আকাশদীপ এসছিলেন সাংবাদিক বৈঠকে। সেখানে এসে তিনি বলেন রোহিতের চোট অত গুরুতর নয়। এদিকে রোহিত শর্মা যদি খেলেন তবে তাঁকে ওপেনিংয়ে ফিরে আশার পরামর্শ দিয়েছেন প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ও এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টেস্ট। সাত টেস্টে রোহিতের সংগ্রহ মাত্র ১৫২ রান। গড় ১১.৬৯। ১৩ ইনিংসে মাত্র অর্ধশতরান হাঁকিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৫২। চেতন শর্মা বলছেন, ''আমার মনে হয় রোহিত শর্মার ওপেনিংয়ে নামা উচিত মেলবোর্ন টেস্টে। ও দুর্দান্ত ব্যাটার। শুরুতে আক্রমণাত্মক খেলে অজি বোলারদের ওপর চাপ তৈরি করলে মিডল অর্ডারের জন্য সুবিধে হবে। খোলা মনে খেলতে পারবে ভারতের মিডল অর্ডার।''