ডাম্বুলা: পাকিস্তানের (INDW vs PAKW) বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2024) মহারণে দুরন্ত পারফরম্য়ান্স করেছেন। ম্য়াচও জিতিয়েছেন বল হাতে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ দীপ্তি শর্মা। গতকাল এশিয়া কাপের নিজেদের অভিযান শুরু করেছে হরমনপ্রীত কৌরের দল। আর সেখানেই বল হাতে ৩ উইকেট নিয়েছেন দীপ্তি। তিনিই ম্য়াচের সেরা হয়েছেন। আর পাক বধে পর দীপ্তি জানালেন, কীভাবে তিনি নিজেকে গড়ে তুলেছেন আরও ধারালো করে তুলেছেন। ২৬ বছরের এই ক্রিকেটার নিজের ৪ ওবারের স্পেলে মাত্র ২০ রান খরচ করে ৩ উইকেট তুলেছেন।
ম্য়াচের পর দীপ্তি বলেন, ''দলগত সাফল্য। আমি ভীষণ খুশি দলের জয়ে ভূমিকা রাখতে পেরে। এটা আমার জন্য গর্বের মুহূর্ত। চেষ্টা করছিলাম শুধু সঠিক জায়গায় বলটা রাখার। সেটাই করে গিয়েছি। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আমি আমার বোলিং ও ব্যাটিং নিয়ে অনেক খেটেছি। নিজেকে ঘসেমেজে আরও ধারালো করার চেষ্টা করে গিয়েছিলাম। তারই ফল পেলাম।"
শ্রীলঙ্কার ডাম্বুলায় চিরপ্রতিদ্বন্দ্বীদের দাঁড়াতেই দিলেন না হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। একপেশেভাবে পাকিস্তানকে হারাল ভারত। ৭ উইকেটে পাক দলকে চুরমার করে অভিযান শুরু করল ভারত। সেই সঙ্গে নিল মধুর প্রতিশোধও। গতবার ভারতই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে দুধে চোনার মতো হয়েছিল পাকিস্তানের কাছে পরাজয়ের ক্ষত।
ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১০৮ রানে গুটিয়ে গেল পাকিস্তানের ইনিংস। পুরো ২০ ওভার ব্য়াটও করতে পারেনি পাকিস্তান। ১৯.২ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে ৩ উইকেট দীপ্তি শর্মার। ২টি করে শিকার রেণুকা সিংহ, পূজা বস্ত্রকার ও শ্রেয়াঙ্কা পাটিলের। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর সিদ্রা আমিনের। ৩৫ বলে ২৫ রান করেন তিনি।
রান তাড়া করতে নেমে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয়নি ভারতীয় দলকে। মাত্র ১৪.৪ ওভারে জয় ছিনিয়ে নেন স্মৃতি, শেফালিরা। ৩১ বলে ৪৫ রান করে ভারতের সর্বোচ্চ স্কোরার। ২৯ বলে ৪০ রান করেন শেফালি। দুই ওপেনার মাত্র ৯.৩ ওভারে ৮৫ রান যোগ করেছিলেন।