গুয়াহাটি: শনিবার, ২৯ মার্চ গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। ভারতের পুরুষ দলের খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি এবং ভারতের আসন্ন ইংল্যান্ড সফর নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বৈঠকে। তবে সেই বৈঠক স্থগিত করা হয়েছে বলে খরব। বৈঠকটি কখন হবে সে বিষয়ে কোনও নিশ্চয়তাও নেই।


আগেই জানা গিয়েছিল যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের মূল আলোচ্যসূচি ছিল ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। সেই সঙ্গে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল যে, টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মার উত্তরসূরি কে হতে পারেন, তা ঠিক করে রাখা হবে বৈঠকে। যদিও সেই বৈঠক স্থগিত হয়ে গেল।

শোনা যাচ্ছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজার এ-প্লাস ক্যাটাগরিতে চুক্তি বজায় রাখা হতে পারে। যদিও রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি, আসন্ন ইংল্যান্ড সফর কোহলির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ, তিনি অস্ট্রেলিয়া সফরে ভাল শুরু করেছিলেন। তবে পরের দিকে কম রানে আউট হয়ে যান।


শোনা যাচ্ছে, শ্রেয়স আইয়ার, যিনি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে প্রধান ভূমিকা পালন করেছিলেন সর্বাধিক রান করে, সম্ভবত আবার কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফিরবেন। ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য আইয়ারকে গত মরশুমে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। মুম্বইয়ের ব্যাটারের পাশাপাশি উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণকেও বাদ দেওয়া হয়েছিল।


শোনা যাচ্ছে, এই প্রথম রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি পেতে চলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর যিনি ওয়ান ডে ক্রিকেটে অভিষেক ঘটান এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শেষ মুহূর্তে সুযোগ পান। দুবাইয়ের স্পিন-সহায়ক পরিস্থিতিতে ব্যাটারদের নাকানিচোবানি খাইয়েছিলেন তিনি।


আইপিএলের কয়েক সপ্তাহ পরেই ভারত ইংল্যান্ডে গিয়ে পাঁচ টেস্টের সিরিজ খেলবে। এটি ২০২৫-২০২৭ সাইকেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ভারতের প্রথম টেস্ট সিরিজ হবে। এর আগে, এটিও জানা গিয়েছিল যে গম্ভীর দুই ম্যাচের সিরিজের জন্য ভারত 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন। ভারত এ দলের যে সফর করুণ নায়ার সহ অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।


কয়েকদিন আগেই ভারতের মহিলা খেলোয়াড়দের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বোর্ড। অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মাকে 'এ' বিভাগে রাখা হয়েছে।