লখনউ: আইপিএলের মেগা নিলামের আগে সব দলই তাঁদের রিটেনশনের তালিকা চূড়ান্ত করে ফেলেছে। সেই তালিকায় রয়েছে লখনউ সুপারজায়ান্টস। সূত্রের খবর, নিকোলাস পুরান, ময়ঙ্ক যাদব ও রবি বিষ্ণোই এই তিন প্লেয়ারকে রিটেইন করতে চলেছে লখনউ সুপারজায়ান্টস। তবে কে এল রাহুলকে হয়ত ছেড়ে দিতে পারে লখনউ ফ্র্যাঞ্চাইজি। এমনটাই মোটামুটি নিশ্চিত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক লখনউ সুপারজায়ান্টস কর্তা জানিয়েছেন, ''ফ্র্যাঞ্চাইজি মোটামুটি নিশ্চিত যে পুরানকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে আগামী আইপিএল মরশুমের জন্য। গত বছর পুরান নেতৃত্বভার সামলেছেন। জাতীয় দলের অধিনায়ক হিসেবেও কাজ করেছে। ওর অভিজ্ঞতা রয়েছে। ও ছাড়াও আমরা ময়ঙ্ক যাদব ও রবি বিষ্ণোইকে নিয়ে ভাবতে চাইছি।''
লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে পুরান প্রথম থেকেই খেলছেন। বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। মারকাটারি ব্যাটিংয়ের জন্য সুনাম রয়েছে। ২০২৩ সালে ১৬ কোটি টাকা মূল্যে দলে নেওয়া হয়েছিল পুরানকে। লিগের অন্যতম দামী প্লেয়ারদের মধ্যে একজন পুরান। রাহুলের অনুপস্থিতিতে লখনউ শিবিরের অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলেছেন।