মুম্বই: নিউজিল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে। সামনেই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আছে। সূত্রের খবর, আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে চলা প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের কোচের পদে দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে। প্রোটিয়া সফরে ব্যক্তিগত কারণে নাও যেতে পারেন গম্ভীর। তাই সূর্যকুমারদের কোচ হিসেবে রামধনুর দেশে যেতে পারেন প্রাক্তন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। 


এর আগেও লক্ষ্মণ স্টপগ্যাপ কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকাকালিনও অনেকগুলো সিরিজেই লক্ষ্মণকে দেখা গিয়েছে প্রধান কোচের দায়িত্ব। এমনিতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন এই ক্রিকেটার। লক্ষ্মণ দক্ষিণ আফ্রিকায় কোচ হিসেবে গেলে সেখান শুভদীপ ঘোষ, হৃষিকেশ কানিতকর ও সাইরাজ বাহুতুলেও সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব সামলাবেন। 


কিউইয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর ওয়াংখেড়ে টেস্ট এখন ভারতীয় ক্রিকেট দলের সামনে নিয়মরক্ষার ম্য়াচ হয়ে দাঁড়িয়েছে। আসলে টানা ক্রীড়াসূচি রয়েছে টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ নভেম্বর শেষ টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে ভারত। অন্য়দিকে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। তাই প্রোটিয়া সফরে না গিয়ে রোহিতদের সঙ্গে হয়ত সেই সময় অস্ট্রেলিয়ায় পাড়ি দেবেন গম্ভীর। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করার লড়াইটা এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের সিরিজকে একেবারেই হাল্কাভাবে নিতে চাইছেন না গম্ভীর-রোহিতরা। উল্লেখ্য়, দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি ৮ নভেম্বর। এরপর ১০, ১৩ ও ১৫ নভেম্বর পরের তিনটি ম্য়াচ হবে। 


অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ১৮ জনের ভারতীয় দলে রয়েছেন মোট ছয় ফাস্ট বোলার ও তিন স্পিনার। রয়েছেন বাংলার জোড়া ক্রিকেটার। তবে যে বাংলার ক্রিকেটারের নাম দেখার জন্য সবথেকে বেশি প্রত্যাশা ছিল, তিনি নেই। কথা হচ্ছে মহম্মদ শামির। আগেই রোহিত শর্মা জানিয়েছিলেন হাফ ফিট শামিকে নিয়ে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে না। শামি অজ়িদের বিরুদ্ধে সিরিজ়ে খেলবেন, এই সিরিজ়কেই তিনি পাখির চোখ করে এগোচ্ছেন বলে বাংরবার একাধিক রিপোর্টে দাবি করা হলেও, তিনি যথাসময়ে সুস্থ হতে পারলেন না। বাংলা থেকে এই সফরে আরেক ফাস্ট বোলার আকাশ দীপের পাশাপাশি সুযোগ পেয়েছেন ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে গুচ্ছ গুচ্ছ রান করা অভিমন্যু ঈশ্বরণ।