নয়াদিল্লি: আসন্ন আইপিএল মরসুমের জন্য আজই ফ্রাঞ্চাইজগুলির কাছে নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের (IPL Retention 2023) তালিকা প্রকাশের শেষ দিন ছিল। সেইমতো সব দলই নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের নাম প্রকাশ করে দিল। বেশ কয়েকজন বড় তারকাকে আসন্ন মরসুমের আগে তাঁদের দলগুলি ছেড়ে দিল। এর মধ্যে সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য দুই নাম হল কেন উইলিয়ামসন (Kane Williamson) ও ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)।


উইলিয়ামসনে মোহভঙ্গ


উইলিয়ামসন এবং আগরওয়াল গত মরসুমে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস দলের অধিনায়ক ছিলেন। তবে নতুন মরসুমের আগে তাঁদের দলেই রাখল না তাঁদের ফ্রাঞ্চাইজি। আট মরসুম সানরাইজার্স হায়দরবাদের জার্সিতে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন কেন উইলিয়ামসন। ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএলে ৭৬ ম্যাচ খেলে ৪৬টি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন কিউয়ি তারকা। ৩৬.২২ গড়ে কেন সানরাইজার্সের হয়ে ১২৬.০৩ গড়ে মোট ২১০১ রান করেছেন। তবে আর নয়। তাঁকে আসন্ন মরসুমের আগে ছেড়েই দিল 'অরেঞ্জ আর্মি'।


গত মরসুমে প্রথম খেলোয়াড় হিসাবে কেনকেই ধরে রেখেছিল সানরাইজার্স। কেনই তাদের সবথেকে দামি (১৪ কোটি) খেলোয়াড় ছিলেন। সানরাইজার্স নিকোলাস পুরানকেও ধরে রাখেনি। পুরানকে ১০.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল সানরাইজার্স। এই দুই তারকার না থাকায় নিলামে অন্য কোনও তারকাকে দলের নেওয়ার জন্য যথেষ্ট অর্থ থাকবে সানরাইজার্সের কাছে। আসন্ন নিলামে সানরাইজার্সের কাছে ৪২.২৫ কোটি টাকা রয়েছে। চার বিদেশি তারকাকে এখনও দলে নিতে পারবে নিজামের শহরের ফ্রাঞ্চাইজি।


 






বাদ ময়ঙ্ক


গত মরসুমে পঞ্জাব কিংসও কাঙ্খিত সাফল্য পেতে পারেনি। সেই কারণে দিনকয়েক আগেই ময়ঙ্ক আগরওয়ালের পরিবর্তে শিখর ধবনকে দলের নতুন অধিনায়ক ঘোষণা করেছিল পঞ্জাব। তারপর থেকেই ময়ঙ্কের ভবিষ্যত নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। জল্পনাই সত্যি হল, আসন্ন মরসুমের আগে ময়ঙ্ককেও ছেড়ে দিয়েছে পঞ্জাব কিংস। ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন ওডিন স্মিথও। এছাড়া পঞ্জাব বাংলার দুই তারকা ঈশান পোড়েল ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায়কেও ছেড়ে দিয়েছে।


আরও পড়ুন: বাদ পড়লেন রাহানে, মাভি, কোন তারকাদের ধরে রাখল কেকেআর?