ডাবলিন: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। তার আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। খাতায় কলমে তাঁদের তুলনায় অনেক দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি মহারণে হেরে গেল বাবর আজমের দল। গত ১৫ বছরে এই প্রথমবার কুড়ির ফর্ম্য়াটে পাকিস্তান ও আয়ারল্যান্ড এই ফর্ম্য়াটে খেলতে নেমেছিল। শেষবার ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আয়ারল্যান্ড।
গতকাল নিজেদের ঘরের মাঠে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিল আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে ১৮৩ রান বোর্ডে তুলে নিয়েছিল পাকিস্তান। পাক অধিনায়ক বাবর আজম ৪৩ বলে ৫৭ রান করেন। সঈম আয়ুব ২৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে নেমে ১৫ বলে ঝোড়ো অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন ইফতিকার আহমেদ। ক্রেইগ ইয়ং ৪ ওভারে ২৭ রান খরচ করে ২ উইকেট ঝুলিতে পুরে আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার। মহম্মদ রিজওয়ান রান পাননি। ফখর জামান ২০ রান করেন। শাদাব খান ও আজম খান খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান।
জবাবে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে পল স্টার্লিংয়ের সঙ্গে নেমেছিলেন অ্যান্ড্রু বালবার্নি। আয়ারল্যান্ড অধিনায়ক স্টার্লিং বড় রান করতে পারেনিি। ৮ রানের মাথায় তিনি প্যাভিলিয়নে ফেরেন। হ্যারি টেক্টর ও অ্যান্ডি বালবারিন মিলে তৃতীয় উইকেটে ৭৭ রান বোর্ডে যোগ করেন। যা বড় রান বোর্ডে তোলার ভিত গড়ে দেয়। আইরিশদের হয়ে সর্বাধিক রান করেন অ্য়ান্ডি বালবারিন। তিনি ৭৭ রান করেন। টেক্টর ৩৬ রান করেন। লরকান টকর ৪ রান করে আউট হন। জর্জ ডকরেল ১২ বলে ২৪ রানের ইনিংস খেলে আউট হন। গ্যারেথ ডিলানি ৬ বলে ১০ রান করেন লোয়ার অর্ডারে নেমে। কার্টিস ক্যাম্ফার ৭ বলে ১৫ রানের ইনিংস খেলে আউট হন। তবে ৫ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আয়ারল্যান্ড।
পাকিস্তান বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। দীর্ঘদিন পরে জাতীয় দলে কামব্যাক করে ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন ইমাদ ওয়াসিম। তিন ম্য়াচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল আইরিশরা।