মুম্বই: কিছুদিন পরেই কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের স্কোয়াডে ফিরেছেন শুভমন গিল, ফিরেছেন শ্রেয়স আইয়ার। কিন্তু জায়গা হয়নি মহম্মদ শামির। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলের জার্সিতে আর একবারও সুযোগ মেলেনি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অভিজ্ঞ এই পেসারের। মাঝে চোট আঘাত বেশ কয়েকবার ভোগালেও ছন্দে ফেরার পর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও সুযোগ পাননি। এবার শামির কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও অনুপস্থিতি দেখে প্রশ্ন তুললেন ইরফান পাঠান। প্রাক্তন ভারতীয় পেসার প্রশ্ন তুলেছেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের দিকে। 

Continues below advertisement

নিজের ইউটিউব চ্যানেলে ইরফান পাঠান বলেন, ''নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকে সবচেয়ে বড় যে পয়েন্টটি আলোচনার তা হল, মহম্মদ শামির দলে না থাকা। তাহলে ওর ভবিষ্যৎ কী? শামি এমন কেউ নয় যে ও কালই এসেছে, কয়েকটি মাত্র ম্য়াচ খেলেছে আর চলে গিয়েছে। ও কিন্তু ৪০০-৫০০ আন্তর্জাতিক উইকেটের মালিক। যা অনেক বড় নম্বর। যদি আপনার ঝুলিতে ৪০০ উইকেট থাকে আর আপনাকে ক্রমাগত মাঠের বাইরে থাকতে হয় তাহলে প্রশ্ন উঠবেই।''

Continues below advertisement

চলতি বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে পাঁচ ম্যাচে ইতিমধ্যেই ১১টি উইকেট নিয়ে ফেলেছেন মহম্মদ শামি। তাঁর বোলিং গড় মাত্র ২২.২৭। তবে এই ফর্মে থাকলেও যশপ্রীত বুমরার অনুপস্থিতিতেও শামিকে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে দলে নেওয়া হয়নিআইসিসি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের ২০২৭ সালের বিশ্বকাপ খেলার আশাও ক্রমেই ফিকে হচ্ছে।

তবে শামিকে পারফরম্যান্সের পরে দলে নেওয়ায় টিম ইন্ডিয়ার সমর্থকদের একাংশ অত্যন্ত ক্ষুব্ধ। আর তাঁদের ক্ষোভের কেন্দ্রে টিম ইন্ডিয়ার কোচ ও প্রধান নির্বাচক। কেউ শামিকে দল থেকে কেন বাদ দেওয়া হয়েছে তাঁর কারণ দর্শাতে বলছেন তো কেউ আবার শামিকে বাদ দেওয়ার পরেই তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের খতিয়ান দিয়েছেন

শামিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও রাখা হয়নি। তাঁকে ছাড়াই কুড়ির ফর্ম্য়াটে দল এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে নির্বাচকমণ্ডলী। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে ২০২৭ বিশ্বকাপের শামি থাকলে তা দলের পক্ষেই আখেড়ে ভাল। কিন্তু শামিকে আদৌ পরবর্তীতে ফেরানো হবে কি না, তা এখনই নিশ্চিত নয়।