নয়াদিল্লি: ক্রিকেটার হিসাবে তাঁর বলের স্যুইংয়ে ঘোল খেতেন মহম্মদ ইউসুফ, ইউনিস খানের মতো তাবড় তাবড় ব্যাটাররা। ক্রিকেট থেকে অবসরের পরেও ইরফান পাঠান (Irfan Pathan) বর্তমানে ধারাভাষ্যকার হিসাবে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। তবে এই বছরের আইপিএলে তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যায়নি। তিনি কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়েন। শোনা গিয়েছিল কয়েকজনের ক্রিকেটারের প্রতি পক্ষপাততুষ্ট এবং কয়েকজনকে বাড়তি সমালোচনা করার জন্যই তিনি হঠাৎ করেই আইপিএলের ধারাভাষ্যের প্যানেল থেকে বাদ পড়েন। এই নিয়ে এবার মুখ খুললেন ইরফান।
দাবি করা হচ্ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সমালোচনার পরেই তাঁকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়তে হয়। এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফান জানান, 'আমার মতে মাঠে যা ঘটছে, তার বাইরে সেটা কেন ঘটছে, তার ফলে কী হতে পারে, সেটা বর্ণনা করা একজন ধারাভাষ্যকারের দায়িত্বের মধ্যে পড়ে। একজন খেলোয়াড় ভাল খেললে তাঁর প্রশংসা হবে। আর খারাপ খেললে আমরা তাঁর সমালোচনাও করব। ধারাভাষ্যকারের দায়িত্বটা খেলোয়াড়ের প্রতি নয়, বরং সমর্থকদের প্রতি।'
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফিতে রোহিতের হতশ্রী পারফরম্যান্সের মাঝেই পাঠান দাবি করেছিলেন রোহিত অধিনায়ক না হলে জাতীয় দলে তখন তাঁর জায়গায়ই হত না। তিনি বলেন, 'রোহিত শর্মা সাদা বলের ক্রিকেটে দারুণ খেলোয়াড়। তবে টেস্ট ক্রিকেটে ওই বছর ওর গড় মাত্র ছয় ছিল। তাই আমরা বলেছিলাম ও অধিনায়ক না হলে ওর দলে জায়গা হত না।'
তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দাবি করেন অনেকে আবার তাঁরা রোহিতকে বেশিই সমর্থন করছেন বলেও অভিযোগ করেন। প্রবল সমালোচনার মাঝে রোহিত শর্মা বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম টেস্ট থেকে নিজেকে বাদ দেন। তারপর তিনি এক সাক্ষাৎকার দেন। সেখানে অবসর করছেন না বলে দাবি করেন রোহিত। সেই সাক্ষাৎকারেই ইরফান অফফর্মের রোহিতকে বেশিই সমর্থন করছেন।
সেই পরিপ্রেক্ষিতে ইরফান জানান, 'রোহিত যখন সাক্ষাৎকার দিতে এসেছিল, তখন আমরা অত্যন্ত ভদ্র ও নম্র ব্যবহার করি। কেউ যদি ব্রডকাস্টরকে সাক্ষাৎকার দিতে আসে, তাহলে তার সঙ্গে তো খারাপ ব্যবহার করা যায় না। ও তো আমাদের অতিথি ছিল। সেই সূত্র ধরেই লোকজন বলাবলি শুরু করে আমরা ওকে বেশিই সমর্থন করছি। তবে আমরাই তো আবার বলেছিলাম ওর লড়াইটা চালিয়ে যাওয়া উচিত। তবে এটা ঠিক যে ভারতীয় একাদশে তখন ওর জায়গা হত না। ও অধিনায়ক না হলে, তখনই ওকে দল থেকে বাদ দেওয়া হত।'