নয়াদিল্লি: ভারত সফরে ফের ক্রিস গেল (Chris Gayle)। না, এবার আর ক্রিকেট খেলার জন্য নয়। কোনও ফ্র্য়াঞ্চাইজি লিগেও খেলতে নয়। ওয়েস্ট ইন্ডিজের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতে এসেছেন ইউনিভার্সাল বস। নয়াদিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গেও দেখা করলেন তাঁর বাসভবনে এসে। নিজের সোশ্য়াল মিডিয়াতে গেল পোস্ট করেছেন কয়েকটি ভিডিও ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন ক্যারিবিয়ান সুপারস্টার। নরেন্দ্র মোদিকে দেখে ভারতীয় স্টাইলে প্রণামও করেন গেল। 


নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলতেন, ''ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে অসাধারণ অভিজ্ঞতা হল। জামাইকা থেকে ভারত। ভালবাসা অবিরাম।''


 






ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ক্রিকেট আইকনদের একজন ক্রিস গেল। দেশের জার্সিতে ১৯৯৯-২০২১ সাল পর্যন্ত খেলেছেন। মােট ৪৮৩টি আন্তর্জাতিক ম্য়াচে ১৯, ৫৯৩ রান করেছেন। মোট ৪২টি শতরান ও ১০৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। 


বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন গেল। মোট ৪৬৩ ম্য়াচে ১৪, ৫৬২ রান করেছিলেন ইউনিভার্সাল বস। অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেল। যা আইপিএলে আরসিবির জার্সিতে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২০১২ সালে করেছিলেন। 


গত আইপিএলের আগে পর্যন্ত আরসিবির জার্সিতে সর্বাধিক ছক্কার মালিক ছিলেন গেল। আরসিবির জার্সিতে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক এখন কিং কোহলি। এর আগে গেলের ঝুলিতে ছিল এই রেকর্ড। ২৩৯ টি ছক্কা হাঁকিয়েছেন ইউনিভার্সাল বস আরসিবির জার্সিতে। শুক্রবার নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪টি ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে গেলকে টেক্কা দিয়ে দিলেন কোহলি। তাঁর ঝুলিতে বর্তমানে ২৪২টি ছক্কা।


বলিউড ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন গেল। এদেশে তাঁর জনপ্রিয়তাও কম নয়। মাঝে মাঝে বলি গানে পা মেলাতে দেখা যায় তাঁকে। কিছুদিন আগে শাহরুখ খানের ছবি ডাঙ্কির জনপ্রিয় গান 'লুট পুট গ্যয়া'য় নেচে অনুরাগীদের মাতিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ক্রিস গেইল। ব্যাট হাতে ছক্কা নয়, এবার নাচের তালে নেটপাড়ায় ছক্কা হাঁকালেন তিনি। শাহরুখ বললেন, গেইল বিশ্বের রাজা।