অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে প্রথম ম্যাচেই জয় হাসিল করেছেন তিনি (India vs Australia)। বর্ডার গাওস্কর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ অ্যাডিলেডে। দিনরাতের সেই টেস্ট ম্যাচ খেলা হবে গোলাপি বলে। তার আগেই যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) পরিবারে সুখের ছবি। শুভেচ্ছাবার্তায় ভাসলেন বুম বুম বুমরা।
শনিবার, ৩০ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় একত্রে তিনটি ছবি পোস্ট করেন বুমরা। তিনটি ছবিতেই তাঁকে দেখা গিয়েছে মা ও মাসির সঙ্গে। ছবিগুলির ক্যাপশনে বুমরা লিখেছেন, 'আমার মা ও মাসিকে জন্মদিনের শুভেচ্ছা। তোমরা দুজনে আমার কাছে কী তা ভাষায় বোঝানো সম্ভব নয়। আশা করছি তোমাদের দুজনের দিনটিই দারুণ কাটবে। আর আগামী বছরটা আরও ভাল কাটবে।'
বুমরার সেই পোস্ট শেয়ার করেছেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনও। সোশ্যাল মিডিয়ায় বুমরার মা ও মাসির জন্য শুভেচ্ছাবার্তার ঢল। শুভেচ্ছাবার্তা প্রেরকদের সেই তালিকায় রয়েছেন রোহিত শর্মা ও রীতিকা সাজদেও। সদ্য বাবা-মা হয়েছেন রোহিত-রীতিকা। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন বলে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত। পারথে টেস্টে রোহিতকে ছাড়াই ২৯৫ রানের বিশাল ব্যবধানে জেতে ভারত। তবে অ্যাডিলেড টেস্টের আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রস্তুতিতে নেমে পড়েছেন রোহিত। দ্বিতীয় টেস্টে তাঁরই দলকে নেতৃত্ব দেওয়ার কথা।
তার ফাঁকে অবশ্য সতীর্থের পরিবারের বিশেষ দিনটি ভুললেন না রোহিত ও রীতিকা। সোশ্যাল মিডিয়ায় রীতিকা লিখেছেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা। ওঁদের দুজনকেই আমাদের তরফ থেকে প্রণাম ও শুভেচ্ছা জানিও।' সোশ্যাল মিডিয়ায় বুমরার মা ও মাসির উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষর পটেল, সুরেশ রায়নারাও।
পারথে আগুনে স্পেল করে অস্ট্রেলিয়ার (India vs Australia Border Gavaskar Trophy) ইনিংসে থরহরিকম্প তুলে দিয়েছিলেন বুম বুম বুমরা। প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক তিনি। রোহিত শর্মা ছিলেন না। কাঁধে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব নিয়েও পিছু হঠেননি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিরাট সার্টিফিকেট পেলেন বুম বুম বুমরা। তাঁকে 'দ্য টার্মিনেটর' অ্যাখ্যা দিলেন অস্ট্রেলিয়ার এক প্রাক্তন তারকা পেসার ড্যামিয়েন ফ্লেমিং (Damien Fleming)।
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে