কলকাতা: পড়াশোনা করতে গিয়ে আলাপ। দীর্ঘদিনের বন্ধুত্ব। ঘনিষ্ঠতা। প্রেম। শীতেই জীবনে নতুন বসন্ত এল স্নেহা গঙ্গোপাধ্যায়ের (Sneha Ganguly)।


পরিচয় করিয়ে দেওয়া যাক, স্নেহা বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারের কন্যা। স্নেহাশিস ও মোম গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে। ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভাইঝি।


এখন বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে স্নেহাশিস ও মোমের। চলতি বছরেই ব্যবসায়ী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করে নতুন ইনিংস শুরু করেছেন সিএবি প্রেসিডেন্ট। 


স্নেহার সম্পর্কের খবরে সিলমোহর দিলেন তাঁর মা মোম গঙ্গোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবিও শেয়ার করেছেন। রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে যুগলকে। একটি ছবিতে একেবারে ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে স্নেহাকে আংটি সহ প্রেমের প্রস্তাব দিতেও দেখা গিয়েছে প্রেমিক নিখিলকে।


আরও পড়ুন: নিলাম থেকে কিনেছে চেন্নাই, এক ওভারে চার ছক্কায় সেই তরুণকেই দুঃস্বপ্ন উপহার দিলেন হার্দিক


মোম ছবির ক্যাপশনে লিখেছেন, 'সেই দিন এসে গিয়েছে যেদিন আমার বাচ্চা বড় হয়ে গেল আর জীবনের নতুন একটা পর্ব শুরু করার জন্য প্রস্তুত।'


 






গোটা প্রেমের কাহিনিও শুনিয়েছেন মোম। স্নেহাশিসের প্রাক্তন স্ত্রী লিখেছেন, 'একটা ভীষণ মিষ্টি, পড়াশোনা অন্ত প্রাণ, পরিশ্রমী এবং মিশুকে তরুণের সঙ্গে সদ্য স্নাতক মেয়ে, যে স্নাতকোত্তর পর্বের প্রথম বছরে পড়াশোনা করছিল, আলাপ হয়। সঙ্গে সঙ্গেই খুব ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। আমি কার্যত নিজে দেখেছি দুই খুব ভাল বন্ধু কীভাবে ব্যক্তিগত, শিক্ষা সংক্রান্ত ও সামাজিক সমস্যা কাটিয়ে উঠতে একে অপরকে সাহায্য করেছে এবং অভিজ্ঞদের মতো করে সমস্ত কিছু সামলেছে। ক্লান্তিহীন দলগত প্রচেষ্টা। আর ওদের যে দুর্দান্ত বোঝাপড়া আর রসায়ন, তাতেই ওরা একে অন্যের প্রতি প্রেম আবিষ্কার করে। এবং একদিন রোমাঞ্চকর একটি ট্রেকিংয়ের ফাঁকে নিখিল যখন স্নেহাকে প্রেমের প্রস্তাব দেয়, ও রাজি হয়ে যায়। ওরা আমাদের পরিবারকে ভীষণ আনন্দ ও গর্ব উপহার দিয়েছে। ঈশ্বর সব সময় ওদের আশীর্বাদ করুন।'


আরও পড়ুন: ইডেনে স্বপ্নপূরণ হয়েছিল যশস্বীর, মাঠেই জড়িয়ে ধরেছিলেন প্রিয় নায়ক, ভিডিও ভাইরাল




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।