লিডস: প্রথম দেড় দিন দুরন্ত ব্যাটিং, তবে তারপরেই তাসের ঘরের মতো ভেঙেছিল ভারতের ব্যাটিং। বল হাতে মাঠে নেমেও একগুচ্ছ ক্যাচ মিসের পাশাপাশি সাধারণ মানের বোলিং, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষটা একেবারেই ভালভাবে করতে পারেনি ভারতীয় দল। কুম্ভ বয়ে কার্যত একাই লড়াই করেন যশপ্রীত বুমরা। দিনে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। দলের পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ, খানিক বিরক্ত বুমরাকে সাজঘরে গৌতম গম্ভীরের সঙ্গে বাদানুবাদে জড়াতে দেখা যায়।
দ্বিতীয় দিন বুমরা এক প্রান্ত থেকে লড়াই চালিয়ে গেলেও, বাকিরা তাঁকে তেমন সাহায্য করেননি। উপরন্তু, বাকি ভারতীয় ফাস্ট বোলাররা রানও খরচ করেন বটে। এর জেরেই ক্যামেরা ভারতীয় সাজঘরের দিকে তাক করলে ভারতীয় তারকা বোলারকে বুমরাকে খানিক উত্তেজিতভাবেই কোচ গম্ভীরের সঙ্গে কথা বলকে দেখা যায়।
ম্যাচের দ্বিতীয় দিনে বুমরাই ভারতের হয়ে তিনটি উইকেট নেন। তাঁর বোলিংয়েই ইংল্যান্ড খানিকটা চাপে পড়ে। তাঁর বোলিংয়ে ডাকেট ও অলি পোপের ক্যাচও পড়ে। সব মিলিয়েই দ্বিতীয় দিনে খানিক বিরক্ত দেখায় বুমরাকে। তবে এইসবের মধ্যেই ইতিহাস গড়লেন বুমরা।
SENA দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) ৩২ ম্য়াচে খেলতে নেমে ১৪৭ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন বুমরা। ৩৩ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়া এক ইনিংসে SENA দেশে সেরা বোলিং স্পেল বুমরার। ৯ বার SENA দেশে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরা। অন্য়দিকে ওয়াসিম আক্রম সমসংখ্যক ম্য়াচ খেলতে নেমে SENA দেশে ১৪৬ উইকেট নিয়েছিলেন। ১১ বার তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন SENA দেশে।
প্রসঙ্গত, উল্লেখ্য ম্যাচের তৃতীয় দিনে অবশ্য বুমরা এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনও উইকেট পাননি। এই প্রতিবেদন লেখার সময় অবধি তৃতীয় দিন ইংল্যান্ডের যে তিনটি উইকেট পড়ে, তার মধ্যে দুইটি প্রসিদ্ধ কৃষ্ণ এবং একটি উইকেট পান মহম্মদ সিরাজ। বুমরা বাকিদের থেকে তাঁর কাঙ্খিত সমর্থন পাচ্ছেন। ৮৫ ওভার শেষে স্কোর ৩৭০ রান ছয় উইকেটের বিনিময়ে। এবার দেখার বিষয় বুমরা অ্যান্ড কোং ইংল্যান্ডকে কত রানে বেঁধে রাখতে পারেন।