মুম্বই: এখনও পর্যন্ত কোনওকিছুই নিশ্চিত নয়। তবে সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ফের ২২ গজে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সিডনি টেস্টে চোট পেয়েছিলেন। মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়েছিল। স্ক্যান রিপোর্ট দেখার পর পিঠ ফুলে যাওয়ার ছবি ধরা পড়েছিল। চিকিৎসকরাও পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন তারকা পেসারকে। এদিকে, আজ ১৮ জানুয়ারি শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হবে। বোর্ডের বৈঠকে নির্বাচক প্রধান অজিত আগরকর ও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতিতেই দল ঘোষণা করা হবে। এমনকী ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলও ঘোষণা করা হবে। সেখানেই ঢুকে পড়তে পারেন বুমরা।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ৯ মার্চ পর্য়ন্ত। পাকিস্তান, দুবাইয়ে আয়োজিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। ভারত ম্য়াচগুলো খেলবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণ করার আগে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ইংল্য়ান্ডের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই সিরিজে বুমরাকে দলে রাখা হতে পারে। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও বুমরাকে রাখা হবে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই ফিটনেস টেস্টের পরীক্ষা দিতে হবে তারকা পেসারকে। সেখানে কেমন পারফর্ম করেন, তার ওপর বিবেচনা করেই চূড়ান্ত দলে জায়গা পাবেন বুমরা।
দেশের এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার বুমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফর্ম্য়াটে আর খেলেননি এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে। কিন্তু টেস্ট সিরিজে প্রতিটা ম্য়াচেই নেমেছেন প্রায়। সিডনি টেস্টে খেলার সময় মাঠেই চোট পান। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বলও করতে পারেননি। জানা গিয়েছিল যে হয়ত ৪-৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে বুমরা। কিন্তু এখন শোনা যাচ্ছে যে বাটলারদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলবেন তিনি।
কেমন হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল? সূত্রের খবর, প্রশ্ন থাকলেও বিরাট কোহলি, রোহিত শর্মা ও কে এল রাহুল দলে থাকবেন। সূত্রের খবর, নির্বাচকরা চান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্তত একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলুক বুমরা। যাতে তাঁর ফিটনেস মূল্যায়ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়। যদিও বিশেষজ্ঞরা তাঁকে বেডরেস্ট দিয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তা উড়িয়ে দিয়েছেন বুমরা নিজেই। শোনা যাচ্ছে, সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর দুপুরে সাংবাদিক সম্মেলন করে আইসিসি-র এই মেগা ইভেন্টের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করতে পারেন।