দুবাই: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির বিচারে নভেম্বরের সেরা ক্রিকেটার (ICC Player of the Month) হওয়ার দৌড়ে তিনজন ফাস্ট বোলার। সেরা ক্রিকেটার হাওয়ার দৌড়ে যেমন ভারতীয় দলের যশপ্রীতল বুমরা (Jasprit Bumrah) রয়েছেন, তেমনিই কিন্তু আবার পাকিস্তানের হ্যারিস রউফও আছে। আবার রয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কি মার্কো জনসেনও।
অজ়িভূমে দুই দশকেরও অধিক সময় পরে পাকিস্তান দল ওয়ান সিরিজ় জিতেছে। এই জয়ের নায়ক তিনি, হ্যারিস রউফ। ওয়ান ডে সিরিজ়ে তিন ম্যাচে ১০টি উইকেট নিয়েছিলেন রউফ। টি-টোয়েন্টি সিরিজ়ে পাঁচটি ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডেতে তিনটি উইকেট নিয়েছিলেন। নভেম্বরে মোট ১৮টি উইকেট নিয়েছেন রউফ। অপরদিকে, জানসেনও ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে নিজের পারফরম্যান্সে প্রভাবিত করেছেন। ভারতের বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়ে প্রথম তিন ম্যাচে একটি করে উইকেট নেন জানসেন। পাশাপাশি তৃতীয় ম্যাচে ১৭ বলে ৫৪ রানের ইনিংস ও চতু্র্থ ম্যাচে ২৯ রান করেন। এরপরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে টেস্ট কেরিয়ার সেরা ১১টি উইকেট নেন তিনি।
অপরদিকে, যশপ্রীত বুমরা পারথে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে আগুন ঝরান। প্রথম ইনিংসে তিনি পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন। শুধু যে বল হাতে আগুন ধরান তাই নন, দলকে নেতৃত্ব দিয়ে ২৯৫ রানে জয়ও এনে দেন বুমরা। এই দুরন্ত পারফরম্যান্সের জন্যই ভারতীয় তারকাকে সেরা ক্রিকেটারের দৌড়ে রাখা হয়েছে। এবার দেখার বাকি দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বুমরা সেরার পুরস্কার জিতে নিতে পারেন কি না।
প্রসঙ্গত, দিন দু'য়েক পরে অ্যাডিলেডে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে কিন্তু বুমরার সামনে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। এই ম্য়াচে নেতৃত্বের চাপ থাকবে না বুমরার কাঁধে। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত বুমরার ঝুলিতে রয়েছে ৪৯ উইকেট। আর একটি উইকেট নিলেই সংখ্য়াটা ৫০ হয়ে যাবে। সেক্ষেত্রে চলতি বছরে বুমরাই বিশ্বের প্রথম বোলার হবেন যাঁর ঝুলিতে টেস্টে ৫০ উইকেট থাকবে। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আর অশ্বিন। তিনি এই বছর ৪৬ উইকেট নিয়েছেন টেস্টে। যদিও পারথে তিনি খেলেননি। অ্য়াডিলেডেও সুযোগ পাবেন কি না সন্দেহ আছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফির মাঝেই দলের অন্দরে বিভেদ! মুখ খুললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স