নয়াদিল্লি: এখনও আইপিএল শেষ হয়নি। চলছে টুর্নামেন্টের প্লে-অফ পর্ব। তবে এই টুর্নামেন্টের পরেই এক মহাগুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) মাঠে নামবে ভারতীয় দল। এই সিরিজ়ের মাধম্যে শুধু যে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল শুরু হবে, তাই নয়, শুরু হবে ভারতীয় টেস্ট দলের নতুন যুগ। রোহিত শর্মা, বিরাট কোহলি, আর অশ্বিনকে ছাড়া ভারতীয় টেস্ট দল বহুযুগ পর মাঠে নামবে। সেই দলের সিনিয়র সদস্য হিসাবে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাঁধে বিরাট দায়িত্ব।
বিশ্বের এক নম্বর টেস্ট বোলার আপাতত আইপিএলে খেলছেন। তবে এরই ইংল্যান্ড সিরিজ়ের চিন্তাভাবনাও তাঁর মাথাতে ঘুরছে এবং বিলেতের মাটিতে মাঠে নামার জন্য তিনি মুখিয়েও রয়েছেন। সম্প্রতি প্রাক্তন অজ়ি অধিনায়ক মাইকেল ক্লার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরা ইংল্যান্ড সফরের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'ইংল্যান্ডে খেলাটা সবসময়ই ভিন্ন ধরনের এক চ্যালেঞ্জ। আমি ডিউকস বলে (ইংল্যান্ডে ব্যবহৃত বল) বল করতে সবসময়ই ভালবাসি। তবে ওরা তো সবসময় বলে বদল ঘটাতে থাকে, তাই ডিউকস বল বর্তমানে ঠিক কতটা কাঁটা বদলাচ্ছে, সেইসব বিষয়ে আমি জানি না। পরিবেশ, পরিস্থিতি থেকে বল পুরনো হয়ে যাওয়ার পর বোলিং, সবসময়ই ইংল্যান্ডে চ্যালেঞ্জ থাকেই। সেই কারণেই আমি আরও বেশি করে ইংল্যান্ডে খেলার জন্য় মুখিয়ে থাকি।'
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা মানেই 'বাজ়বলে'-র মুখোমুখি হওয়া। লাল বলের ক্রিকেটেও ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং, টেস্ট ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছে। অবশ্য সেই বুমরার তেমন মাথাব্যথা নেই। বরং দলের ফাস্ট বোলিং বিভাগে আস্থা রাখছেন ভারতীয় বোলিং বিভাগের নেতা। 'ওরা যে ধরনের ক্রিকেটটা খেলে সেটা বেশ মজাদার। তবে আমি সত্যি বলতে ওটা ওত বুঝি না। তবে বোলিং বিভাগ হিসাবে আমদের নিজেদের ওপর এটুকু আস্থা আছে যে প্রতিপক্ষের ব্যাটাররা অতিআগ্রাসী মেজাজে ব্যাটিং করলে আমাদের দিনে আমরা পরপর উইকেট নিয়ে ওদের ব্যাটিংয়ে ধস নামিয়ে দিতে পারি।' মত বুমরার।
আপাতত আইপিএলে খেলছেন বুমরা। তারপরেই তিনি বিদেশের উদ্দেশে রওনা দেবেন। ১৩ জুন ভারতীয় আন্তঃদলীয় এক ম্যাচের মাধ্যমে ইংল্যান্ডে নিজের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি। তারপর ২০ জুন থেকে হেডিংলিতে ম্যাচ দিয়ে শুরু হবে ৪৬ দিনের লম্বা সফর। গতবার ইংল্যান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ডের স্মরণীয় সিরিজ় ২-২ ড্র হয়েছিল। শুভমন গিলের নেতৃত্বে এবার টিম ইন্ডিয়া সিরিজ় জিততে পারে কি না, সেইদিকেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে।