আমদাবাদ: ১৫ উইকেট, তাও আবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে মাত্র ৪.১৭ ইকোনমি নিয়ে। ১১ বছর পর ভারতের বিশ্বকাপজয়ের (T20 World Cup 2024) মূল কারিগরদের অন্যতম তিনি। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালেও তাঁর অনবদ্য বোলিং সকলকে মন্ত্রমুগ্ধ করেছিল। সেই বুমরাই নিজের ঘরে ফিরলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। আমদাবাদে বুমরার ঘরে ফেরার সেই ভিডিওতে তাঁকে গাড়ি থেকে নামতেই ফুল ছিটিয়ে বরণ করে নিতে দেখা যায়। এর সঙ্গে মিষ্টি খাওয়ানো তো ছিল। উচ্ছ্বসিত জনগণ বুমরাকে দেখেই সেলফি, ভিডিও তুলতে শুরু করে দেন। ছিল ফুলের তোড়া, সই মেটানোর আবাদারও। তাঁকে দেখেই ওঠে জনরোল। বুমরার ঘরে ফেরার এই ভিডিওটি ফের একবার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তাঁর প্রতি ভালবাসা এবং দেশের বিশ্বজয়ে তাঁর অবদান প্রমাণ করে দেয়।
তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরার পুরস্কারও বুমরার হাতে ওঠে। সপ্তাহখানেক আগেই বিশ্বজয় করেছে ভারত। তবে তারপরেই প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয় টিম ইন্ডিয়াকে। বেরিলের জেরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই আটকে ছিল ভারতীয় দল। বৃহস্পতিবার সকাল সকাল দেশের মাটিতে ফেরে বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুম্বইয়ে ওপেন বাস প্যারেড সারে টিম ইন্ডিয়া।
ওয়াংখেড়েতে সমর্থকদের সমাগম দেখে আপ্লুত বুমরা বলেছিলেন, 'আমি অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার হিসেবে এসেছিলাম এই মাঠে। কিন্তু আজ এই মাঠের ও মুম্বইয়ের রাস্তার যে ছবি দেখলাম, আমি জীবনেও আজ পর্যন্ত এমনটা কখনও দেখিনি। আমরা কখনও এই মুহূর্তটা ভুলব না। আমি নিজেকে এখনও তরুণ সদস্য মনে করি দলের। আমাদের একটাই লক্ষ্য যে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়া।' সবকিছু মিটিয়ে খানিক পরেই বাড়িতে ফেরার সুযোগ পান বুমরা। আর ফিরতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হল। তিনি যে এখনও অনেকদিন জাতীয় দলের হয়ে খেলবেন, সেকথাও জানিয়ে দিয়েছেন বুমরা। ভারতীয় দলের সমর্থকরা এবং ক্রিকেটপ্রেমীদের কাছে এটাও বড় সুখের সংবাদ। বুমরা যেন এমনভাবেই দলকে এগিয়ে নিয়ে যান, সেই আশাতেই থাকবেন সকলে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অভিষেকের সেঞ্চুরির পর মুকেশ, আবেশের ফাস্ট বোলিংয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ে সমতায় ফিরল ভারত