নয়াদিল্লি: আজই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য ভারতের ১৫ জনের ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। সেই দলে তিন ফাস্ট বোলার রয়েছেন। ফিট মহম্মদ শামি এবং অর্শদীপ সিংহ রয়েছেন । তাঁকে নিয়ে কিন্তু প্রবল জল্পনা কল্পনা ছিল। তবে তৃতীয় পেসার হিসাবে শামি, অর্শদীপের সঙ্গে দলে জায়গা পেয়েছেন যশপ্রীত বুমরাও (Jasprit Bumrah)। তাহলে কি বুমরা সম্পূর্ণ ফিট?

উত্তর না। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় চলাকালীন বুমরা চোট পান। ব্যাক স্প্যাজ়মের জন্য সিডনি টেস্টের শেষ ইনিংসে তিনি বলও করতে পারেননি। তাঁর চোট ঠিক কতটা গুরুতর তা নিয়ে না না জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। তা সত্ত্বেও বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে তিনি নেই। রয়েছেন হর্ষিত রানা। যা রিপোর্ট তাতে বুমরার চোট ঠিক কতটা গুরুতর তা বুঝতে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই দিনই বুমরার চোট স্ক্যান করা হবে এবং সেই ফলাফল অনুযায়ী তাঁর ভবিষ্যৎ নির্ধারিত হবে।

আজকে ভারতীয় দল ঘোষণার সময়ই প্রধান নির্বাচক অজিত আগরকর এবং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, উভয়েই উপস্থিত ছিলেন। তবে দুইজনের কেউই কিন্তু বুমরার ফিটনেস নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। বরং, উভয়ই জানান তাঁরা এখনও বুমরার বিষয়ে নিশ্চিত নন। সম্প্রতি রিপোর্টে দাবি করা হয়েছিল যে বুমরার যা বর্তমান পরিস্থিতি, তাতে তাঁকে নাকি সম্পূর্ণ বেড-রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। তবে নিজেই অবশ্য বুমরা এই খবর নস্যাৎ করে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বুমরা। তিনি লেখেন, 'জানি ভুয়ো খবর ছড়ানোটা খুবই সহজ। তবে এবার যেটা শুনেছি, সেটা শুনে হাসিই পেল। সূত্ররা একেবারেই নির্ভরযোগ্য নন।' 

সাধারণত গ্রেড ১ ক্যাটেগরির ব্যাক স্প্যাজম হলে নিদেন পক্ষে তিন সপ্তাহ বিশ্রাম ও রিহ্যাবের পরে মাঠে নামা যাবে। গ্রেড ২ চোট হলে সেক্ষেত্রে অন্তত ৬ সপ্তাহ বিশ্রাম ও রিহ্যাব পর্ব চলবে। গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হতে পারে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। রিপোর্ট অনুযায়ী, বুমরাকে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছিল, অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির হতে হবে। তবে বেড-রেস্টে থাকায় এনসিএতে যেতে পারেননি। অবশ্য এই খবর বুমরা নস্যাৎ করে দিয়েছেন। তবে তাঁর ফিটনেস নিয়ে কিন্তু সেই প্রশ্নচিহ্ন রয়েইছে।  

আরও পড়ুন: বিজয় হাজারেতে ৭ ম্যাচে ৭৫২ রান, তাও জাতীয় দলে কেন ব্রাত্য করুণ নায়ার, জানালেন অজিত আগরকর