মেলবোর্ন: এক ঘটনাবহুল দিনের খেলা শেষ হল। দিনের শেষ সেশনে ৩৩ ওভারে ৪.০৯ রান প্রতি ওভারে ১৩৫ রান তুলল অস্ট্রেলিয়া। মেলবোর্নে (IND vs AUS 4th Test) প্রথম দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ৭৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিলেন। মার্নাস ছাড়াও স্টিভ স্মিথ, উসমান খাওয়াজা, অভিষেক ঘটানো স্য়াম কনস্টাসও হাফসেঞ্চুরি করেন। তবে সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক ট্র্যাভিস হেড খাতা খোলার আগেই বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান। রান পাননি মিচেল মার্শও।
ম্যাচের প্রথম দুই সেশনে অজ়ি ব্যাটাররা দাপট দেখালেও, তৃতীয় সেশনে ভারতীয় দল ম্য়াচে খানিকটা লড়াইয়ে ফেরে, সৌজন্যে যশপ্রীত বুমরা। সেট মার্নাস লাবুশেন ওয়াশিংটন সুন্দরের বলে বড় শট মারতে গিয়ে মিডঅফে ধরা দেন। ৭২ রানে থামে তাঁর ইনিংস। এরপরেই স্বল্প সময়ের ব্যবধানে আরও দুইটি উইকেট পায় ভারতীয় দল। গোটা সিরিজ় জুড়েই ভারতীয় দলের পথের কাঁটা হয়ে ওঠা হেডকে খাতা খোলার আগেই ফেরান বুমরা। মিচেল মার্শও তাঁর বলেই ফেরেন।
তবে এরপরে অ্যালেক্স ক্যারি ও স্টিভ স্মিথ ইনিংস এগিয়ে নিয়ে যান। স্মিথ নিজের ফর্ম অব্যাহত রেখে হাফসেঞ্চুরি পূরণ করেন। দুইজনে মিলে ৫৩ রান যোগ করে ফেলেন। ক্যারিকে বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল। কিন্তু তাঁকে সাজঘরে ফিরিয়ে অবশেষে সাফল্য পান আকাশ দীপ। গোটা দিনে একাধিকবার তাঁর বল ব্যাটারদের ব্যাটের কিনারা আশপাশ দিয়ে বের হয়। তবে অবশেষে শেষবেলায় তাঁর ঝুলিতে সাফল্য আসে। দিনশেষে ৬৮ রানে অপরাজিত রয়েছেন স্মিথ ও আট রানে খেলছেন কামিন্স।
এর আগে প্রথম সেশনে তরুণ তুর্কি কনস্টাস ও বহু যুদ্ধের ঘোড়া উসমান খাওয়াজা অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা দাপুণ করেন। তবে কনস্টাসের দাপটে খাওয়াজা কিছুটা ব্যাকসিটই নেন খাওয়াজা। কনস্টাসের ব্যাটিং ইনিংস দেখে কে বলবে, ছেলেটা সদ্য অভিষেক ঘটিয়েছে। তরুণ অস্ট্রেলিয়ানের ব্যাটিংয়ে আট থেকে আশি, সকলেই কিন্তু প্রভাবিত হন। তবে অবশেষে রবীন্দ্র জাডেজার বলে এলবিডব্লু হন। প্রথম সেশনে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন খাওয়াজা ও লাবুশেন।
প্রথম সেশনে একেবারেই দাঁত ফোটাতে পারেননি ভারতীয় ফাস্ট বোলাররা। সেখানে দ্বিতীয় সেশনে আকাশ দীপ ও যশপ্রীত বুমরা তুলনামূলক অনেকটাই ভাল বোলিং করলেন। দুর্ভাগ্যবশত আকাশ দীপের বল একাধিকবার খাওয়াজার ব্যাটের কিনারার পাশ দিয়ে বেরিয়ে যায়। এছাড়া একাধিকবার বল ব্যাটে লাগলেও, তা স্লিপ ফিল্ডার, কিপারের আগেই ড্রপ পরে। তবে দীর্ঘদিন ধরে খারাপ ফর্মের পর বেশ লড়াই করেই অর্ধশতরানের গণ্ডি পার করেন। তবে খুব সহজ এক ক্যাচ দিয়ে ৫৭ রানেই সাজঘরে ফেরেন খাওয়াজা। এই নিয়ে চলতি সিরিজ়ে পঞ্চমবার বুমারর বলে আউট হন অজ়ি ওপেনার। তারপরে লাবুশেন ও স্মিথ ইনিংসের হাল ধরেন। স্মিথ অপরাজিত থেকেই দিনশেষ করল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষ হতেই কড়া শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি