নয়াদিল্লি: তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কিংবদন্তি। তবে ক্রিকেটেও যথেষ্ট আগ্রহ রয়েছে। ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল দেখতে আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে তিনি হাজির হয়ে গিয়েছিলেন।


সেই নীরজ চোপড়া (Neeraj Chopra) এবার জানালেন, তাঁর প্রিয় বোলার কে। বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে তিনিই হয়েছিলেন টুর্নামেন্টের সেরা বোলার। তবে শামি নন, জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়ার পছন্দের বোলার যশপ্রীত বুমরা।


বুমরার অ্যাকশন, নিখুঁত ইয়র্কার, অভ্রান্ত লাইন-লেংথ - সব কিছু দেখে মুগ্ধ নীরজ। বলেছেন, 'আমি যশপ্রীত বুমরাকে পছন্দ করি। ওর অ্যাকশনটা অভিনব।'


ঘণ্টায় নিয়মিতভাবে ১৪০ কিলোমিটার বা তারও বেশি গতিতে বল করেন বুমরা। একই অ্যাকশনে ইনস্যুইং ও আউটস্যুইং করাতে পারেন। তবে নীরজের মতে, একটা টোটকা মেনে চললে বুমরার বলের গতি আরও বাড়বে। কী সেই টোটকা? নীরজ বলেছেন, 'ও যদি বোলিং রান আপ আরেকটু বাড়ায়, তাহলে বলের গতি বাড়বে। আমরা অর্থাৎ জ্যাভলিন থ্রোয়াররা প্রায়শ ন জোরে বোলারদের নিয়ে আলোচনা করি। বুমরার বোলিং স্টাইল আমার ভীষণ পছন্দের। আর একটু দূর থেকে দৌড় শুরু করলে ওর বলের গতি আরও বাড়বে বলেই আমার মনে হয়।' 


 






বিশ্বকাপে শামি সর্বোচ্চ উইকেটশিকারি হলেও, খুব একটা পিছিয়ে ছিলেন না বুমরাও। শামি ২৪ উইকেট নিয়েছিলেন। বুমরা নিয়েছিলেন ২০ উইকেট। ২৯ বছরের পেসার ৩০ টেস্ট ম্যাচে নিয়েছেন ১২৮ উইকেট। ৮৯ ওয়ান ডে ম্যাচ খেলে ১৪৯ উইকেট নিয়েছেন বুমরা। ৬২টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৪ উইকেট নিয়েছেন বুমরা।                                                                


আরও পড়ুন: Vijay Hazare Trophy: বিরাট জয়ের পরেও গ্রুপ শীর্ষে থাকা নিয়ে সংশয়, পাঞ্জাব ম্যাচের অঙ্ক কষা শুরু বাংলার



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।