নয়াদিল্লি: রমরমিয়ে চলছে ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ইতিমধ্যেই টুর্নামেন্টের অর্ধেকের বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। একাধিক রোমাঞ্চকর ম্যাচও খেলেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দল। এই প্রথমবার গোটা টুর্নামেন্টটিই ভারতে আয়োজিত হচ্ছে। টুর্নামেন্ট ঘিরে দর্শকদের মধ্যে ঠিক কতটা উন্মাদনা রয়েছে, তার প্রমাণ সাম্প্রতিক এক পরিসংখ্যানই পাওয়া যায়।   


ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) জানান ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের থেকে এবারের বিশ্বকাপের দর্শকসংখ্যা ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ তিনি এই খবর জানিয়ে লেখেন, 'চলতি বিশ্বকাপের প্রথম ১৮টি ম্যাচ টেলিভিশনের পর্দায় মোট ৩৬.৪২ কোটি দর্শক দেখেছেন, যা ক্রিকেচ বিশ্বকাপের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড। সমর্থকরা সবথেকে বেশি পরিমাণে টেলিভিশনের পর্দায় নজর রেখেছেন, যার ফলে মিনিটের নিরিখে দর্শকসংখ্যাও ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের খেলার জনপ্রিয়তা এবং ভারতীয় ক্রিকেট ঠিক কতটা শক্তিশালী তা প্রমাণ কর দেয়।'


 






 


চলতি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহ চরমে ছিল। ম্যাচের টিকিট বহু আগেই বিক্রি হয়ে গিয়েছিল। আমদাবাদ এবং তার আশেপাশের চত্ত্বরের সমস্ত হোটেলও ছিল পরিপূর্ণ। সেই ম্যাচে ২২ গজের লড়াইটা হাড্ডাহাড্ডি না হলেও, প্রচুর সংখ্যায় দর্শকরা সেই ম্যাচে নজর রেখেছিলেন। খবর অনুযায়ী প্রায় ৭ কোটি ৬০ লক্ষ দর্শক টেলিভিশনের পর্দায় এবং ৩ কোটি ৫০ লক্ষ দর্শক ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এই ম্যাচের দিকে নজর রেখেছিলেন।


তবে ভারত পাকিস্তান ম্যাচকেও ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ ছাপিয়ে যায়। এই ম্যাচের শেষের ওভারগুলিতে প্রায় সাড়ে চার কোটি দর্শক ডিজিটাল প্ল্যাটফর্মে নজর রেখেছিলে, যা একটি রেকর্ড। যেখানে ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রায়শই কথা উঠছে, সেখানে এই পরিসংখ্যান প্রমাণ করে দেয় যে দর্শকরা ওয়ান ডে ক্রিকেটের প্রতি এখনও আগ্রহী হারায়নি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অতীত ভুলে লখনউয়ের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের নতুন আখ্যান রচনা করতে মুখিয়ে রাহুল