নয়াদিল্লি: G.O.A.T ট্যুর ২০২৫ এর শেষে দিল্লি সফর ছিল মেসির। সেখানেই অরুণ জেটলি স্টেডিয়ামে মেসির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আইসিসি চেয়ারম্য়ান। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপর আসর। সেই টুর্নামেন্টে ভারত-যুক্তরাষ্ট্র ম্য়াচ দেখার জন্য মেসিকে আমন্ত্রণ জানিয়ে টিকিট উপহার দিলেন জয় শাহ। মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সঙ্গে ভারত সফরে আসা রিদ্রিগো দি পল ও লুইস সুয়ারেস। মঞ্চে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী রেখা গুপ্ত ও দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত বনাম যুক্তরাষ্ট্র ম্য়াচের জন্য টিকিট মেসির হাতে তুলে দিলেন জয় শাহ। মেসি বলছেন, ''এই কয়েকদিন ভারতে যে ভালবাসা ও সমর্থন পেলাম, তার জন্য ধন্যবাদ। কয়েকটা দিন দুর্দান্ত কাটল আমাদের। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আপনাদের ধন্যবাদ। ইচ্ছে থাকল, যদি সম্ভব হয়, তবে আবার ভারতে আসব। হয়তো ম্যাচ খেলতে আসব। বা অন্য কোনও কারণে আসব। তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব। এই কয়েক দিনের অফুরন্ত ভালবাসার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে।''
ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ অরূপ বিশ্বাসের
যুবভারতীতে মেসি আসার পর যেরকম অব্যবস্থার সাক্ষী থাকতে হয়েছে। যা যা ঘটেছে, তার পর তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যহতি চাইছেন অরূপ বিশ্বাস। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, চিঠি লিখে মমতাকে ইস্তফা দিতে ইচ্ছুক বলে জানান অরূপ। দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। মুখ্যমন্ত্রী অরূপের সেই ইচ্ছেয় অনুমোদনও দিয়েছেন বলে দাবি করেছেন কুণাল। অরূপের লেখা বলে যে চিঠি তুলে ধরেছেন কুণাল, তাতে লেখা হয়েছে, 'শ্রদ্ধেয়া দিদি, আমার প্রণাম নেবেন। গত ১৩ ডিসেম্বর মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশাকরি আপনি আমার এই অনুরোধ রাখবেন'।
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল বলেন, "বিষয়টা হচ্ছে, রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। আজ একাধিক বড় পদক্ষেপ করা হয়েছে। ডিজি রাজীব কুমার-সহ, বিধাননগরের সিপি মুকেশ কুমার এবং একাধিক আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে।"