মুম্বই: আর মাত্র মাসখানেকের অপেক্ষা। তারপরেই ৫ অক্টোবর থেকে ভারতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। সেই মেগা টুর্নামেন্টের জন্য জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব দলই শেষবেলায় নিজেদের শক্তি, দুর্বলতা ঝালিয়ে নিচ্ছে। চড়ছে উত্তেজনার পারদও। শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রিও। এরই মাঝে বিসিসিআইয়ের (BCCI) তরফে এক বিশেষ ঘোষণা করা হল।


মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর বিসিসিআইয়ের তরফে বিশ্বকাপের 'গোল্ডেন' টিকিট (Golden Ticket) বলিউড আইকন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan ) হাতে তুলে দেওয়া হল। বোর্ডের তরফে টিকিটটি অমিতাভের হাতে তুলে দেন সচিব জয় শাহ (Jay Shah)। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়ে বিসিসিআইয়ের তরফে লেখা হয়, 'গোল্ডেন আইকনদের জন্য গোল্ডেন টিকিট! শ্রী অমিতাভ বচ্চনের হাতে আমাদের গোল্ডেন টিকিট তুলে দেওয়ার সৌভাগ্য পেলেন বিসিসিআই সচিব জয় শাহ। কিংবদন্তি অভিনেতা তথা ক্রিকেটভক্ত শ্রী বচ্চনের টিম ইন্ডিয়ার প্রতি সমর্থন আমাদের উদ্বুদ্ধ করে। ক্রিকেট বিশ্বকাপে ওঁ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, যেটা আমাদের জন্য দারুণ সৌভাগ্যের।'


 






প্রসঙ্গত, এর আগে বিশ্বকাপের প্রোমোতো আরেক বলিউড মহাতারকা শাহরুখ খানের দেখা গিয়েছিল। এবার বিশ্বকাপের সঙ্গে যুক্ত হলেন অমিতাভ। মঙ্গলবারই আবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের ফলে খানিক বিতর্কেই জড়ান অমিতাভ। দেশের নাম 'India' না 'ভারত' (Bharat), তার সমর্থনে তোলপাড় গোটা দেশের রাজনীতি। এই আবহে অমিতাভ বচ্চনের 'এক্স' অ্যাকাউন্ট থেকে করা পোস্ট ইঙ্গিত দিল তাঁর পছন্দের নামের।  


দেশের নাম পরিবর্তন নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখনই মঙ্গলবার দুপুরে 'এক্স' পোস্ট করলেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, 'ভারত মাতা কি জয়'। সেই সঙ্গে তেরঙ্গার ইমোজি ও কমলা ফ্ল্যাগ ইমোজি দেন। হিন্দিতে এমনটাই লেখেন বিগ বি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারতে কোনওদিন দ্বিতীয় সচিন হবে না: মুরলিধরন