মুম্বই: আজ, মঙ্গলবার মুম্বইয়ে কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলিধরনের (Muttiah Muralitharan) বায়োপিক '৮০০'-র ট্রেলার লঞ্চ হয়। গতকালই সিনেমার নির্মাতাদের তরফে জানানো হয়েছিল যে সিনেমার ট্রেলারটি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) লঞ্চ করবেন। সেই মতোই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মুরলিধরন, সচিন তো উপস্থিত ছিলেনই। উপস্থিত ছিলেন দুই তারকার প্রাক্তন সতীর্থ তথা প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক সনৎ জয়সূর্যও।
এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই সচিনকে প্রশংসায় ভরালেন মুরলি। স্পষ্ট জানিয়ে দিলেন সচিন একটাই হয়। মুরলি বলেন, 'আমি খেলোয়াড় সচিনের বড় ভক্ত। ও ক্রিকেটে যা করেছে তা আমার মনে হয় না আগামী ১০০ বছরেও কেউ করতে পারবে। এমনকী ওর ধারেকাছে পৌঁছনোও কারুর পক্ষে সম্ভব নয়। ও আমার বন্ধু হয় বলে বলছি না, তবে ওর থেকে অধিক নম্র, ভদ্র ক্রিকেটার আমি দেখিনি। ভারতে কোনদিনই দ্বিতীয় সচিন তেন্ডুলকর হবে না।'
এই ট্রেলার লঞ্চে আরেক কিংবদন্তি ক্রিকেটার সনৎ জয়সূর্যও উপস্থিত ছিলেন। তিনি অতীতের স্মৃতিচারণা জানান কী ভাবে ভারতীয় দল ১৯৯৬ সালে শ্রীলঙ্কান ক্রিকেটকে বাঁচিয়েছিল। জয়সূর্য বলেন, '১৯৯৬ সালের মুরলি অস্ট্রিলিয়ায় বেশ কঠিন সময় কাটিয়েছিল। তবে আমরা সবসময় ওর পাশেই ছিলাম। শ্রীলঙ্কায় ফেরার পরেও আমরা সময়টা খারাপই কাটছিল। বিশ্বকাপ শুরু হয়ে গেলেও, বেশ কিছু দল শ্রীলঙ্কায় খেলতে আসছিল না। সেইসময় ভারত ও পাকিস্তান শ্রীলঙ্কায় খেলতে এসে প্রমাণ করে যে শ্রীলঙ্কা সুরক্ষিত। এর জন্য ভারতের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই ঘটনার ফলেই শ্রীলঙ্কা সেই সময় রক্ষা পায়। শ্রীলঙ্কান ক্রিকেট বেঁচে যায়।'
প্রসঙ্গত, '৮০০' সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে 'স্লামডগ মিলিয়নেয়ার' খ্যাত অভিনেতা মধুর মিত্তলকে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। সিনেমাটিতে মধুরের পাশাপাশি অভিনয়ে দেখা যাবে মহিমা নম্বিয়ার, নরেন, নাসের, ভেলা রামামূর্তি, অরুল দাস, হরি কৃষ্ণনের মতো অভিনেতাদের। সিনেমাটির পরিচালনায় রয়েছেন এমএস শ্রীপতি। সিনেমাটি আপাতত পোস্ট প্রোডাকশনে রয়েছে এবং এ বছরের অক্টোবরেই মুক্তি পাবে সিনেমাটি। চেন্নাই, চণ্ডীগড়, কোচি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অবশ্যই শ্রীলঙ্কায় ছবিটির শ্যুটিং হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বদলাচ্ছে না ভেন্যু, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই আয়োজিত হবে এশিয়া কাপের ম্যাচগুলি