মােতেরা: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আর ম্যাচ শুরুর আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়া হল বিসিসিআইয়ের তরফে। বিসিসিআইয়ের তরফে ৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়।
সেখানে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। শেফালি, তিতাস, রিচারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। সচিন বিশ্বকাপজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ''তোমাদের সাফল্যে গোটা দেশ গর্বিত। তোমরা এখন রোল মডেল। আমি নিশ্চিত দেশকে আরও সাফল্য এনে দেবে তোমরা। বিশ্বকাপ জেতার স্বপ্ন আমরা প্রথম দেখেছিলাম ১৯৮৩ সালে। তখন আমার ১০ বছর বয়স। এই বিশ্বকাপ জয় দেশের ছোট ছোট মেয়েদের ক্রিকেটের প্রতি আরও উৎসাহিত করবে। ওরাও হাতে ব্যাট, বল তুলে নেওয়ার আগ্রহ পাবে। দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখবে। এ বছর থেকেই শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। মহিলাদের ক্রিকেটের জন্য এটা খুব বড় পদক্ষেপ। আমি সব সময় পুরুষ এবং মহিলাদের সমানাধিকারে বিশ্বাস করি। শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমানাধিকার গুরুত্বপূর্ণ। ছেলে, মেয়ে নির্বিশেষে সকলের সমান সুযোগ পাওয়া উচিত।''
সচিন আরও বলেন, ''ভারতীয় মহিলা ক্রিকেটের ভিত অত্যন্ত শক্তিশালী। প্রজন্মের পর প্রজন্ম বিশ্বমানের মহিলা ক্রিকেটার উঠে এসেছে আমাদের দেশে। শান্তা রঙ্গস্বামী, ডায়না এডুলজি, অঞ্জুম চোপড়া, মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের সাফল্যের ভিতের উপর দাঁড়িয়েই এই বিশ্বকাপ এসেছে। প্রত্যেক প্রজন্ম তাদের পরের প্রজন্মকে খেলার জন্য উৎসাহিত করেছে। ছোট ছোট মেয়েদের প্রশিক্ষণ দিয়েছেন তাঁরা। ভাগ করে নিয়েছেন অভিজ্ঞতা। দীর্ঘ প্রচেষ্টার ফল এই সাফল্য।''
এদিকে, মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে (U19 Womens T20 World Cup) চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য ছিলেন তিনজনই। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হন তাঁদেরই একজন। তিতাস সাধু (Titas Sadhu), রিচা ঘোষ (Richa Ghosh) ও হৃষিতা বসু (Hrishita Bose)। বিশ্বকাপজয়ী তিন কন্যাকে এবার বিশেষ স্বীকৃতি দিচ্ছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন, তিন ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
আগামীকাল, বৃহস্পতিবার কলকাতায় ফিরছেন বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য - তিতাস সাধু ও হৃষিতা বসু। তৃতীয় সদস্য, উইকেটকিপার রিচা ঘোষ দক্ষিণ আফ্রিকায় থেকে গিয়েছেন। তিনি সিনিয়র ভারতীয় দলে যোগ দেবেন। আপাতত ফিরছেন না তিনি। বৃহস্পতিবার তিতাস ও হৃষিতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাবেন সিএবি কর্তারা। ফুল-মালা-মিষ্টি দিয়ে বিমানবন্দরে স্বাগত জানানো হবে বিশ্বচ্যাম্পিয়ন দলের দুই সদস্যকে।