মুম্বই: কোটা ফ্যাক্টরি জনপ্রিয় হওয়ার পর থেকেই তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েছে । জিতু ভাইয়া নামে তাঁকে ডাকেন ভক্তরা । তবে পঞ্চায়েত ওয়েব সিরিজ তাঁর জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে । তিনি এখন সকলের প্রিয় 'সচিবজী' । সেই জিতেন্দ্র কুমার (Jitendra Kumar) এবার বিরাট কোহলির (Virat Kohli) ভূমিকায় অভিনয় করবেন?

মহেন্দ্র সিংহ ধোনি থেকে শুরু করে মহম্মদ আজহারউদ্দিন, একাধিক ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমা । কপিল দেবের নেতৃত্বে ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হয়েছে সিনেমা । এর মধ্যে ধোনির জীবন নিয়ে তৈরি সিনেমা - মহেন্দ্র সিংহ ধোনি, দ্য আনটোল্ড স্টোরি সুপারহিট হয়েছিল । ধোনির ভূমিকায় সুশান্ত সিংহ রাজপুত সকলের প্রশংসা আদায় করে নিয়েছিলেন । সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়েও তৈরি হচ্ছে সিনেমা । যে বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে । সৌরভ নিজে যে ঘোষণা করেছেন সম্প্রতি ।

তবে বিরাট কোহলির জীবন নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, এরকম খবর এখনও পর্যন্ত নেই । যদিও, জল্পনা উস্কে দিলেন জিতেন্দ্র কুমার । পঞ্চায়েত সিজন ফাইভের প্রচারের জন্য দেওয়া একটি সাক্ষাৎকারে জিতেন্দ্র কুমারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করবেন? 

জিতেন্দ্র কুমার বলেন, 'ক্রিকেট মাঠে এমন কোনও মাইলফলক নেই যেটা ও স্পর্শ করেনি । আর সেই গোটা সফরটা আমি ভীষণ কাছ থেকে দেখেছি । আমি সুযোগ পেলে অবশ্যই জানতে চাইব, কোনও বিশেষ মুহূর্তের আগে কী ভাবত । পর্দায় সেই মুহূর্তটা ফুটিয়ে তুলতে পারলে দারুণ লাগবে । সেই আবেগগুলো ফুটিয়ে তোলার সুযোগ পেলে অসাধারণ লাগবে ।' 

জিতু ভাইয়াকে কি বিরাট কোহলির বায়োপিকে দেখা যাবে? ‘ইনশাল্লাহ,’ বলেছেন অভিনেতা । যোগ করেছেন, 'আমি অনেক জায়গায় এরকম লেখালেখি দেখেছি । ওর বায়োপিক হলে আমি সুযোগ পেলে দারুণ লাগবে । আর ওর বায়োপিক হওয়াই উচিত । ওর জীবন মানুষের জানা উচিত । তাতে অনেকে অনুপ্রেরণা পাবে । ওর ক্রিকেট মাঠের সফর খুব আকর্ষণীয় । ক্রিকেট মাঠে তো বটেই, ব্যক্তিগত জীবনেও প্রচুর কীর্তি স্পর্শ করেছে । অবশ্যই ওর বায়োপিক করা উচিত । কীভাবে বিভিন্ন লড়াইয়ে জিতেছে, মানুষের জানা উচিত । এই কাজটা করার সুযোগ পেলে আমি খুব খুশি হব ।'