নয়াদিল্লি: মাত্র মাসকয়েক আগেই রেকর্ড মূল্যে পুরুষদের আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছিল। এবার বিরাট মূল্যে বিক্রি হল মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্বও। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য মহিলাদের আইপিএল মিডিয়া স্বত্ব ৯৫১ কোটি টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ মহিলা আইপিএলের প্রতিটি ম্যাচের মূল্য ৭.০৯ কোটি টাকা। পুরুষদের আইপিএলের পর এটিই সবচেয়ে দামি ক্রিকেট লিগ। 


কিংবদন্তিদের উচ্ছ্বাস


এই বিরাট মূল্যে মহিলাদের আইপিএলের স্বত্ব বিক্রি হওয়ায় স্বাভাবিকভাবেই মহিলা ক্রিকেটাররাা উচ্ছ্বসিত। এ বিষয়ে মিতালি রাজ, ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তি ভারতীয় ক্রিকেটাররা নিজেদের উৎসাহ সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেন। মিতালি রাজ মনে করছেন মহিলাদের আইপিএল মহিলা ক্রিকেটের চেহারা চিরকালের জন্য বদলে দিতে চলেছে। তিনি লেখেন, 'মহিলাদের আইপিএল মহিলা ক্রিকেটকে চিরতরে বদলে দিতে চলেছে। এই ঘটনাটি (মিডিয়া স্বত্ব বিক্রি) সেই উদ্দেশেই এক বিরাট বড় মাইলফলক। এক দুর্দান্ত টুর্নামেন্ট দেখার অপেক্ষায় রইলাম।' 


মিতালি রাজের দীর্ঘদিনের সতীর্থ, আরেক ভারতীয় প্রাক্তনী ঝুলন গোস্বামী লেখেন, 'এইটা মন ভাল করে দেওয়া খবর এবং মহিলাদের ক্রিকেট যে কতটা উন্নতি করেছে, তার পরিচয়বাহকও বটে। আমি ভীষণই খুশি। বিসিসিআইকে অনেক অভিনন্দন।' প্রসঙ্গত, মহিলাদের আইপিএল কবে শুরু হবে, সেই বিষয়ে বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে এখনও কিছুই বলা হয়নি। তবে মনে হচ্ছে মার্চের ৫ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত মহিলাদের আইপিএল আয়োজিত হবে। এবারের মহিলাদের আইপিএলে ২২টি ম্যাচ আয়োজিত হবে।


রোহিত-কোহলির ভবিষ্যৎ


 শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বিশ ওভারের ফর্ম্যাটে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলে নেই। স্বাভাবিক কারণেই তাই টি-টোয়েন্টিতে এই দুই ভারতীয় তারকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ভারতীয় নির্বাচকরা এই বিষয়ে আলাদাভাবে কিছুই বলেননি বটে, তবে সুনীল গাওস্করের (Sunil Gavaskar) দাবি নির্বাচকরা টি-টোয়েন্টি ফর্ম্যাটে তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দিতে বেশি করে আগ্রহী। 


তবে তরুণদের প্রাধান্য দেওয়ার দাবি করলেও, গাওস্কর কিন্তু মনে করছেন রোহিত, বিরাটদের টি-টোয়েন্টি সফর এখানেই শেষ নয়। তিনি বলেন, 'পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর ২০২৪ সালে আয়োজিত হবে। আমার মনে হয় নির্বাচকরা তরুণ খেলোয়াড়দেরই বেশি করে সুযোগ দিতে চাইছেন। এর মানে কিন্তু এটা নয় যে রোহিত, কোহলিকে আর কোনোদিন এই ফর্ম্যাটে নির্বাচনের জন্য বিবেচনাই করা হবে না। ওরা গোটা ২০২৩ সাল জুড়ে ভাল পারফর্ম করলে তো ওদের দলে রাখতেই হবে।'


গাওস্কর মনে করছেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট, রোহিতকে হয়তো কিছুটা বিশ্রামই দিতে চেয়েছিলেন, তাই জন্যই তাঁদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি। 'সামনেই তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজের আগে হয়তো নির্বাচকরা ওঁদের (বিরাট, রোহিতকে) বিশ্রাম দিতে চেয়েছেন যাতে এই বড় সিরিজে ওরা নতুন করে শুরুটা করতে পারে। তাতে আখেরে কিন্তু ভারতেরই লাভ হবে।'


আরও পড়ুন: নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎ, কোন সমীকরণ?