নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্তভাবে ৩-০ ওয়ান ডে সিরিজ জিতে বছরের শুরুটা করেছে ভারতীয় দল (Team India)। এবার টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ড (IND vs NZ ODI)। বুধবার (১৮ জানুয়ারি) থেকে কিউয়িদের বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজ খেলতে নামছেন রোহিতরা। হায়দরাবাদে প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজিত হবে। হায়দরাবাদের পর বাকি দুই ম্যাচ যথাক্রমে রায়পুর ও ইন্দোরে খেলা হবে। 


মুখোমুখি সাক্ষাৎকার


মাত্র মাস দু'য়েক আগেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। কিউয়িভূমে আয়োজিত সেই সিরিজে ১-০ পরাজিত হয় ভারতীয় দল। এবার টিম ইন্ডিয়ার সামনে সেই হারের জবাব দেওয়ার হাতছানি। কিন্তু অতীত রেকর্ড কী বলছে? ভারত না নিউজিল্যান্ড, দুই দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল? এক্ষেত্রে সামন্য হলেও কিন্তু এগিয়ে ভারতই। এ পর্যন্ত ভারত-নিউজিল্যান্ড ১১৩টি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত ৫৫টি ম্যাচ জিতেছে, ৫০টি জয় পেয়েছে নিউজিল্যান্ড। দুই দলের একটি ম্যাচ টাই হয় এবং সাতটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। 


তবে ভারতের মাটিতে কিন্তু টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে। দেশের মাটিতে ভারত কিউয়িদের বিপক্ষে ২৬টি ওয়ান ডে ম্যাচ জিতেছে, সেখানে নিউজিল্যান্ড জিতেছে আটটি ম্যাচ। এই শতকে ভারতের বিরুদ্ধে কিউয়িরা এই দেশের মাটিতে মাত্র চারটি ম্যাচ জিতেছে। বিগত পাঁচ সাক্ষাৎকারেও ৩-২ এগিয়ে টিম ইন্ডিয়া।


ঘুমোতে পারেননি সরফরাজ


ধারাবাহিক পারফর্মার মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে। কিন্তু এরপরও বারবার ব্রাত্য হয়েছেন। তিনি সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যেক টুর্নামেন্টেই নিজের ছাপ রেখেছেন। কিন্তু এত কিছুর পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেখানে সুযোগ মেলেনি এই ডানহাতি ব্য়াটারের। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে সূর্যকুমার যাদবকে দলে নেওয়া হলেও ভাবা হয়নি এই ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটে ভারতের এই মুহূর্তের অন্যতম সফল ব্যাটার সরফরাজ খানকে। স্বভাবতই কিছুটা হতাশ তরুণ এই ব্য়াটার। 


সরফরাজ বলছিলেন, ''আমি যেখানেই যেতাম সেখানেই শুনতে পেতাম যে খুব তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ আসবে আমার। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মেসেজ। ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় অনেকেই লিখেছিলেন যে তোমার সময়ও আসবে। আমি অসম থেকে দিল্লি পৌঁছেছিলাম। কিন্তু সারারাত ঘুমোতে পারিনি। বারবার মাথায় আসছিল যে কেন জাতীয় দলে আমি নেই। কিন্তু বাবার সঙ্গে কথা বলার পর যদিও আমি আবার স্বাভাবিক হতে পেরেছি। ডিপ্রেশনে চলে যেতে চাই না কোনওভাবেই। আমি আবার চেষ্টা করব।''


আরও পড়ুন: অস্ত্রোপচার সফল, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা পন্থের