মেলবোর্ন: অ্যাশেজে পরপর তিনটি ম্য়াচে হার। পারথ, ব্রিসবেনের পর অ্য়াডিলেডেও ম্য়াচে খোয়াতে হয়েছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে দলের তারকা পেসারকেই ছেঁটে ফেলল ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ড (England Cricket)। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট। সেই টেস্টে ইংল্য়ান্ডের পেস অ্যাটাকে দেখা যাবে না জোফ্রা আর্চারকে (Jofra Archer)। যদিও অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়েছে বাঁ দিকে অসম্ভব ব্যথার জন্যই আর্চারকে একাদশের বাইরে রাখা হচ্ছে। বসিয়ে দেওয়া হয়েছে মেলবোর্ন টেস্টের স্কোয়াড থেকে ওলি পোপকেও।
ওলি পোপের বদলে জ্যাকব বেথেলকে খেলানো হচ্ছে মেলবোর্নে। তিনি তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন। এদিকে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার পর চতুর্থ টেস্টের আগে ইংল্যান্ড স্কোয়াডে ফের ঢুকে পড়লেন গাস অ্য়াটকিনসন। তিনি চোট পেয়ে ছিটকে যাওয়া আর্চারের পরিবর্তে খেলবেন।
কামিন্স কি ছিটকে গেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও?
প্রথম দুটো টেস্টে অ্যাশেজে নেতৃত্বভার সামলেছিলেন স্টিভ স্মিথ। অজিরা জিতেছিল সেই দুটো ম্য়াচেই। অ্য়াডিলেডে ফিরেছিলেন কামিন্স, সেই ম্য়াচে বিশ্রামে ছিলেন স্মিথ। অ্য়াডিলেডে বল হাতে ৬ উইকেটও তুলেছিলেন অজি পেসার। ম্য়াচও জিতেছিল অজিরা। সিরিজে এই মুহূর্তে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। কামিন্সের পরিবর্তে ফের হয়ত আগামী দুটো টেস্টে স্মিথই নেতৃত্বভার সামলাবেন। অজি কোচ বলেছেন, ''সদ্য চোট সারিয়ে ফিরেছে কামিন্স। সিরিজ আমরা জিতে যাওয়ায় আমরা কামিন্সকে নিয়ে এই মুহূর্তে কোনও ঝুঁকি নিতে চাইছি না। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। কামিন্স আদৌ সেই টুর্নামেন্ট খেলতে পারবে কি না, তা এখনও বলা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী।''
এদিকে, অ্যাশেজের বাকি দুটো টেস্ট থেকে ছিটকে গিয়েছেন নায়ান লিঁয়ও। যে দল ঘোষণা করা হয়েছে মেলবোর্ন টেস্টের জন্য সেই ম্যাচে পেসার মাইকেল নেসার, অলরাউন্ডার বো ওয়েবস্টার ও পেসার ব্রেন্ডন ডগেটকে রাখা হয়েছে। নেসার যদিও অ্যাডিলেডে একাদশে ছিলেন না।
সিরিজে এই মুহূর্তে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বাকি দুটো টেস্ট জিতে ইংল্য়ান্ডকে হোয়াইটওয়াশ করতে মরিয়া থাকবে অজি শিবির।