রাজকোট: বয়স মাত্র ২২, খেলেছেন সাতটি টেস্ট। ইতিমধ্যেই বিশ্বক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের তারকা ওপেনার। পরপর দুই টেস্টে দুইটি দ্বিশতরান হাঁকিয়েছেন তিনি। তাঁর প্রশংসায় মগ্ন গোটা বিশ্ব। সেই তালিকায় সামিল জস বাটলারও (Jos Buttler)।


যশস্বীর সঙ্গে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন বাটলার। একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইনিংস ওপেন করতে নামেনও বটে। সেই সুবাদেই যশস্বীকে খুব কাছে থেকে দেখার সুযোগল পান বাটলার। তরুণ ভারতীয় ব্যাটারের ব্যাটিংয়ে মুগ্ধ ইংল্যান্ডের ওয়ান ডে দলের অধিনায়কও। যতই বাটলারের ব্যাটিংয়ে তাঁরই দেশ ক্ষতিগ্রস্থ হোক না কেন, বাটলার কিন্তু খানিক আফশোস করলেও, যশস্বীর প্রশংসা করতে কুন্ঠা করেননি। 


নিজের সোশ্যাল মিডিয়ায় বাটলার যশস্বীকে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন 'ইংল্যান্ডের বিরুদ্ধে ও এমন খেলছে, সেটা খুবই হতাশাজনক। তবে যশস্বী জয়সওয়ালের সাফল্যে খুশি না হওয়াটা খুবই কষ্টকর। ওর কড়া অনুশীলন, পরিশ্রম এবং সাফল্যের খিদে তুলনাতীত এবং তার জেরেই যেটা প্রাপ্য, তা পাচ্ছেও। দুর্দান্ত প্রতিভা।'


দুরন্ত ডাবল সেঞ্চুরির পর ম্যাচ শেষে তরুণ ভারতীয় ওপেনার নিজের সাফল্য রহস্য খোলসা করেন। তিনি বলেন, 'একবার সেট হয়ে গেলে আমি যাতে বড় রান করেই মাঠ ছাড়ি, সেকথা সবসময় নিজেকে বলি। আমার সিনিয়াররা সবসময় আমায় এটাই তো শিখিয়েছেন। প্রথম ইনিংসে রোহিত ভাই এবং জাড্ডু ভাই (রবীন্দ্র জাডেজা) যেভাবে খেলল, তা দেখে আমি অনুপ্রাণিত হই। ওদের প্যাশনই আমাকে বড় ইনিংস খেলার তাগিদ জোগায়। আমি মাঠে নামলে বড় রান খেলার প্রতিজ্ঞাটা সাজঘরেই করে ফেলেছিলাম। টেস্ট ক্রিকেটে রান করাটা একেবারেই সহজ নয়। তাই সেট হয়ে গেলে সুযোগ নষ্ট করার কোনও মানেই হয় না।'


৯০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে ইনিংস শেষ করলেও, যশস্বীর শুরুটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল। 'আমি শুরুর দিকে তো রানই পাচ্ছিলাম না। তাই কোনওরকমে টিকে এক এক সেশন করে এগোনোর চেষ্টায় ছিলাম। তারপরে ধীরে ধীরে সেট হই। আমার পিঠও ব্যথা করছিল একটা সময় পর। তবে মাঠ ছেড়ে ওই সময় বেরোলে হত না। আমি ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ছিলাম। আজকেও যখন ব্যাট করতে নামি তখন শুরুতে রান করাটা বেশ চাপই হচ্ছিল। তাই ক্রিজে টিকে থেকে দলের হয়ে শুরুটা ভাল করাটা খুবই প্রয়োজনীয় ছিল। সেই কারণেই আমি লম্বা ইনিংস খেলতে আরও বদ্ধপরিকর ছিলাম।' জানান যশস্বী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: বাইশ গজে বিপ্লব না বিপর্যয়? বাজ়বল নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট বিশ্ব