নয়াদিল্লি: সামনেই ভারতের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ সফর। শ্রীলঙ্কার মাটিতে পর্যুদস্ত হতে হয়েছিল নিউজ়িল্যান্ডকে। ভারতের বিরুদ্ধে (India vs New Zealand) সেই হতাশা ভুলে তাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু সিরিজ় শুরুর আগেই কিউয়ি শিবিরে। চোটের জন্য সম্ভবত ভারতীয় সফরের বেশ খানিকটা অংশে কিউয়িরা কেন উইলিয়ামসনকে (Kane Williamson) পাবেন না। 


গত মাসে শ্রীলঙ্কা সফরের শেষ টেস্ট ম্যাচে ইনিংস এবং ১৫৪ রানের লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয় নিউজ়ল্যান্ডকে। সেই ম্যাচে চোটের কবলে পড়েন দলের সবথেকে অভিজ্ঞ ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক কেন। কুঁচকিতে চোট লাগে তাঁর। সেই কারণে ভারতীয় সফরের পুরোটায় তাঁকে পাবে না নিউজ়িল্যান্ড। ১৬ অক্টোবর থেকে ভারত বনাম নিউজ়িল্যান্ডের টেস্ট সিরিজ় শুরু হচ্ছে। তবে প্রথম ম্যাচের আগে উইলিয়ামসনকে নিজের দেশে থেকেই রিহ্যাব সারার পরামর্শ দেওয়া হয়েছে।


 






 


কিউয়িরা সম্পূর্ণভাবে দলের মহাতারকা যে প্রথম টেস্টে খেলবেন না, সেটা নিশ্চিত করেননি। তবে তিনি দলের বাকি তারকাদের সঙ্গে শুক্রবার ভারত সফরে যে আসছেন না, তা জানিয়ে দেওয়া হয়েছে। কেব উইলিয়ামসন যদি একান্তই না খেলতে পারেন, তাহলে তাঁর ব্যাক আপও ঘোষণা করা হয়ে গিয়েছে। মার্ক চ্যাপম্যান উইলিয়ামসনের ব্যাক আপ হিসাবেই ভারতে আসছেন।


নিউজ়িল্যান্ড দলের নির্বাচক স্যাম ওয়েলস জানান, 'আমাদের যা পরামর্শ দেওয়া হয়েছে তাতে কেনের বর্তমানে কোনও ঝুঁকি না নিয়ে বিশ্রাম নেওয়া এবং রিহ্যাব করার প্রয়োজন। আমরা আশাবাদী যে সব ঠিকঠাক চললে, রিহ্যাব ভালভাবে হলে কেনকে আমরা সফরের শেষের দিকে ম্যাচগুলিতে পাব। কেনের না থাকাটা নিঃসন্দেহে অত্যন্ত হতাশাজনক খবর। তবে এটা অন্য একজনের জন্য শাপে বর হয়ে দাঁড়াল। এই গুরুত্বপূর্ণ সিরিজ়ে অন্য কেউ নিজের দক্ষতাকে সকলের সামনে মেলে ধরার সুযোগ পাবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন  আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রাজধানীতে বসবে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির আসর, কেমন থাকবে পিচ, পরিবেশ?