নয়াদিল্লি: টেস্ট সিরিজ় তো আগেই জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 2nd T20I) বিশ ওভারের সিরিজ়ের শুরুটাও দুরন্তভাবে করেছিল ভারত। রেকর্ড জয়ে তিন ম্যাচের সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। এবার সূর্যকুমার যাদবদের লক্ষ্য সিরিজ় পকেটে পুরে নেওয়া। সেই লক্ষ্যেই তাঁরা দ্বিতীয় বিশ ওভারের ম্যাচে মাঠে নামছেন।
কারা মুখোমুখি হবে
ভারত ও বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে আজ মুখোমুখি হবে
কোথায় ম্যাচ?
ম্য়াচটি হবে রাজধানী নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে
কখন শুরু?
ম্যাচ শুরু হবে বুধবার, ৯ অক্টোবর, ভারতীয় সময় সন্ধে ৭.০০ থেকে
কোথায় দেখবেন ম্যাচ?
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার দেখা যাবে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি
অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও সিনেমায় অনলাইনে ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটি দেখাবে
অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠ দেশের অন্য়ান্য বহু স্টেডিয়ামের থেকেই বেশ ছোট। পিচ ব্যাটিং সহায়ক। ফলে ব্যাটাররা সহজেই বড় বড় শট হাঁকাতে পারেন, বল নিয়মিত বাউন্ডারি পার করে। সেই কারণেই তো এবারের এবারের আইপিএলে প্রায়শই বড় বড় স্কোর দেখা গিয়েছে এই মাঠে। ব্যাটিং দলগুলি আইপিএলে ১০ ম্যাচের আটটিতেই দু'শোর গণ্ডি পার করেছে। ভারত-বাংলাদেশ ম্য়াচেও এর অন্যথা হওয়ার কথা নয়। ফলে সমর্থকরা প্রচুর চার, ছক্কা দেখার আশা করতেই পারেন।
তবে ম্যাচ যত গড়ায় পিচের চরিত্রও কিন্তু বদলায়। ম্যাচ গড়ালে ২২ গজ স্পিনারদের খানিক সাহায্য করে। কিন্তু ইতিহাস বলছে এই মাঠে প্রথমে বল করা দলগুলি বেশি লাভবান হয়েছে। তাই টস জিতলে এই ম্যাচে দুই দলের অধিনায়কই রান তাড়া করে জিততে চাইবেন বলে আশা করা হচ্ছে।
ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২৪ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার পূর্বাভাস রয়েছে। রাতে বৃষ্টির সম্ভাবনা মাত্র ৩ শতাংশ। অর্থাৎ সমর্থকেরা ৪০ ওভারেরই লড়াই দেখার আশা করতে পারেন। বাতাসে ৬৮ শতাংশ আদ্রর্তা থাকবে বলে আশা করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, ইডির সামনে হাজিরা দিলেন মহম্মদ আজহারউদ্দিন