নয়াদিল্লি: ১৯৮৩ সালে সকলকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সেই দলের অধিনায়ক ছিলেন কপিল দেব (Kapil Dev)। এই বিশ্বজয়ের পরেই ভারতীয় ক্রিকেটের ছবিটা অনেকটাই বদলে যায়। সচিন তেন্ডুলকর নিজেও জানান  এই বিশ্বজয়ই তাঁকে ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ করে। এবার সেই বিশ্বজয়ী অধিনায়কই বর্তমান ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য করলেন।


ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড। বোর্ডের বার্ষিক চুক্তি, আইপিএলের, বিজ্ঞাপনী প্রচারের মতো একাধিক উপায়ে ভারতীয় ক্রিকেটাররা অর্থ উপার্জন করেন। কপিল দেবের মতো বাড়তি টাকা অনেক সময়ই ঔদ্ধত্যের জন্ম দেয়। বিশ্বজয়ী অধিনায়ক বলেন, 'অনেক সময় প্রচুর টাকার সঙ্গে সঙ্গে ঔদ্ধত্যও আসে। আজকালকার ক্রিকেটাররা মনে করে ওরা সব জানে। এটাই তো তফাৎ। আমার মতে অনেক ক্রিকেটার রয়েছেন যাদের পরামর্শের প্রয়োজন রয়েছে। সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মতো একজন ক্রিকেটার যেখানে রয়েছে, সেখানে কি তাঁর কাছে গিয়ে সাহায্য চাওয়া যায় না?  এখানে কীসের ইগো? ওরা ভাবে ওরা দুর্দান্ত। হয়তো হতে পারে সত্যিই ওরা দুর্দান্ত। কিন্তু যে ৫০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত, তিনি কিছু তো জানেন। এমন একজনের পরামর্শ কিন্তু অনেকসময় অনেককিছু বদলে দেয়।'


কপিল দেবের এই মন্তব্যের কয়েকদিন আগেই আরেক কিংবদন্তি ক্রিকেটার গাওস্কর সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন যে আজকালকার ক্রিকেটাররা কেউ তাঁর কাছে কোনওরকম পরামর্শই চাইতে আসে না। 'কেউ আমার কাছে পরামর্শ চাইতে আসে না। রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্ণণরা প্রতিনিয়ত আমার কাছে পরামর্শ চাইতে আসতেন। ওরা নির্দিষ্ট কোনও সমস্যা নিয়ে আমার কাছে পরামর্শ চাইত এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে যা দেখেছি, সেই অনুযায়ী ওদে পরামর্শ দিতাম। আমার এই বিষয়ে কোনওইহো নেই। আমি ওদের গিয়ে ওদের সমস্যার সমাধান দিতেই পারি। কিন্তু দলে তো রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠৌরের মতো দুইজন কোচ রয়েছেন। তাই এক্ষেত্রে খানিকটা পিছিয়ে আসাই ভাল। কারণ বাড়তি পরামর্শ দিলে অনেকসময় সবকিছু গুলিয়ে যেতে পারে।' বলেন গাওস্কর। এবার তাঁর সুরেই সুর মেলালেন তাঁর প্রাক্তন সতীর্থ কপিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মাঠে না নেমেও শিরোনামে কোহলি, নিজের ব্যবহারে জিতলেন ছোট্ট সমর্থকের মন